ব্রেন টিউমারের কিছু লক্ষণ দেখলে কখনো অবহেলা করবেন না, বিস্তারে জেনেনিন আজই

ব্রেন টিউমারের কথা শুনলেই সবাই আতকে ওঠেন। এক্ষেত্রে মস্তিষ্কের ভিতরে ক্যান্সার বা নন ক্যান্সার কোষের বৃদ্ধি ঘটে। এই টিউমারের শুধু মস্তিষ্কে নয়, শরীরের অন্য অংশে তৈরি হয়েও মস্তিষ্কে ছড়াতে পারে।

ব্রেন টিউমারের কয়েকটি ধরন আছে। তবে কত দ্রুত টিউমারটি বেড়ে উঠছে, কোন অংশে হয়েছে, স্নায়ু কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, টিউমারটি ক্যান্সার কি না ইত্যাদি বিষয়ে দেখার পর এই চিকিৎসকের রোগীর চিকিৎসা করেন।

বিশেষজ্ঞদের মতে, এই রোগ প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে নিরাময় যোগ্য, অন্যথায় রোগীর প্রাণ পর্যন্ত চলে যেতে পারে। তাই ব্রেন টিউমারের কিছু লক্ষণ দেখলে কখনো অবহেলা করবেন না।

প্রাথমিক অবস্থায় অনেকের মধ্যেই দেখা দিতে পারে কয়েকটি লক্ষণ-
১. চোখে ঝাপসা দেখা
২. মুখের স্বাদ চলে যাওয়া
৩. কাঁপুনি দেওয়া
৪. মৃগী
৫. হাতের বা শরীরের এক দিক অবশ হয়ে যাওয়া।
৬. ভারসাম্যহীন হয়ে পড়া
৭. হাঁটতে গিয়ে পড়ে যাওয়া
৮. বুঝতে না পারা
৯. ব্যক্তিত্ব বদল
১০. অজ্ঞান হয়ে যাওয়া ও
১১. বমি পাওয়া বা বমি হ‌ওয়া ইত্যাদি।

এসব লক্ষণের পাশাপাশি আরও দুটি উপসর্গ আছে যা নিয়মিত দেখা দিতে পারে যেমন পর্যন্ত মাথা ব্যাথা ও মাথায় অতিরিক্ত চাপের জন্য নিজেকে অসুস্থ লাগা।

ন্যাশনাল হেলথ সার্ভিস এর তথ্য মতে, এই মাথা ব্যথার ধরন সাধারন মাথাব্যথা যে আরো কষ্টদায়ক। এক্ষেত্রে খুব ব্যথা হয়। এমনকি ব্যথা প্রতিদিনই হতে পারে। তাই মাথা ব্যথাকে সামান্য ভেবে ঔষধ খেয়ে দমিয়ে রাখবেন না। চিকিৎসকের পরামর্শ নিন।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy