এই ৮ টি লক্ষণ কিডনি ক্যান্সারের স্বভাবনা বাড়ায়, সাবধান করছেন চিকিৎসকরা

কিডনি শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একই সঙ্গে অত্যন্ত জটিল একটি অঙ্গ। রক্ত পরিশুদ্ধ করা থেকে শুরু করে, জল, লবন এবং অন্যান্য খনিজের ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে কিডনি বড় ভূমিকা নেয়। ফলে কিডনির সামান্য সমস্যাও শরীরের সব কাজ বিগড়ে দিতে পারে।

সম্প্রতি কিডনির ক্যানসারের পরিমাণ বিপুল ভাবে বেড়ে গিয়েছে। তাই এই বিষয়ে সচেতন হতে বলছেন চিকিৎসকরা। কিডনির ক্যানসারের প্রধান সমস্যাই হল, এটি প্রাথমিক অবস্থায় টের পাওয়া যায় না। আর সেই কারণেই এর চিকিৎসাতেও দেরি হয়ে যায়।

সেক্ষেত্রে কয়েকটি লক্ষণের দিকে ভালো করে নজর রাখতে হবে। এই লক্ষণগুলো দেখলেই দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

১. কিডনির ক্যানসারের বড় লক্ষণ হল মূত্রে রক্ত। কিডনির কোষে ক্যানসারের সংক্রমণ হলে প্রাথমিক অবস্থায় এই সমস্যা দেখা দেবেই। ফলে এদিকে নজর রাখুন।

২. কোথাও কোনও জ্বালা যন্ত্রণা নেই, কিন্তু মূত্রে লালচে ভাব? এটিও কিডনির ক্যানসারের গোড়ার দিকে লক্ষণ। প্রস্রাবের অস্বাভাবিক রং চোখে পড়লেই চিকিৎসককে জানান।

৩. তলপেটে বা কোমরের আশপাশে কোথাও কোনও মাংসপিণ্ড অনুভব করছেন? এটিও ভালো লক্ষণ নয়। চিকিৎসকের পরামর্শ নিন এমন কিছু দেখলেই।

৪. কোমরের দিকে ব্যথাও কিডনির ক্যানসারের অন্যতম লক্ষণ। পেটেও ব্যথা হতে পারে এক্ষেত্রে।

৫. খিদে কমে যাওয়া কিডনির ক্যানসারের অন্যতম লক্ষণ। এটি হলেই সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

৬. হঠাৎ করে ব্লাড প্রেশার বেড়ে গিয়েছে কি? কিডনির ক্যানসারে এই সমস্যাও হতে পারে।

৭. সারা ক্ষণ ক্লান্তিও কিডনির ক্যানসারের লক্ষণ।

৮. হঠাৎ হঠাৎ জ্বর, আর রাতে ঘুমের মধ্যে প্রচণ্ড ঘাম কিডনির ক্যানসারের লক্ষণ।

এই লক্ষণগুলো দেখলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy