৬৯ বছরে প্রথমবার নাচলেন অনুপম খের! ‘নাচতে পারতাম না’, কীভাবে ৩ মিনিটে শিখলেন ‘তৌবা তৌবা’-এর হুকস্টেপ?

চল্লিশ বছরেরও বেশি সময় ধরে সিনেমার জগতে দাপিয়ে বেড়ালেও একটি জিনিস বরাবরই এড়িয়ে গেছেন প্রবীণ অভিনেতা অনুপম খের—তা হলো নাচ। তবে এবার ৬৯ বছর বয়সে সেই নাচের চ্যালেঞ্জই নিলেন তিনি! সম্প্রতি ইনস্টাগ্রামে তিনি তাঁর জীবনের প্রথম নাচের ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে তাঁকে উচ্ছল মেজাজে ‘তৌবা তৌবা’-এর হুকস্টেপে নাচতে দেখা যায়।

নিজের পোস্টে অনুপম খের লেখেন, “আমি অভিনেতা হিসেবে প্রায় সবকিছু চেষ্টা করেছি। এমনকি ৬৮ বছর বয়সে সাঁতার শেখাও শুরু করেছি! কিন্তু নাচ… এই জিনিসটা ইচ্ছে করেই দূরে রেখেছিলাম, কারণ আমি নাচতে পারি না।” তিনি জানান, সিনেমায় তাঁকে যা করতে দেখা গেছে, তা আসলে ‘নাচ’ নয়, পরিস্থিতি উপভোগ করার চেষ্টা ছিল।

গত মাসে নিজের ভয়কে চ্যালেঞ্জ করে তিনি নাচ শেখা শুরু করেন। এই সময় জিমে তাঁর দেখা হয় খ্যাতনামা কোরিওগ্রাফার সিজার গনসালভেস-এর সঙ্গে। অনুপম খেরের কথায়, “আমি যখন ওকে বললাম আমাকে একটা হুকস্টেপ শেখাতে, ও প্রথমে হেসেই ফেলেছিল! কিন্তু পরে মাত্র তিন মিনিটে পুরো স্টেপটা শেখাল।”

ভিডিওটি পোস্ট হতেই মুহূর্তে ভাইরাল হয়ে যায়। ভিকি কৌশল মজা করে লেখেন, “অ্যাক্টর প্রিপেয়ার্স -এর পর এখন ড্যান্সার প্রিপেয়ার্স! আপনি তো দারুণ করে দিলেন, স্যার!” বলিউডের সহকর্মীরা অনুপম খেরের এই নতুন রূপ দেখে উৎসাহিত।

লক্ষ্য লালওয়ানিকে নিয়ে বলিউডে নতুন কৌতূহল: ধর্মা প্রোডাকশনসের একাধিক প্রজেক্টে যুক্ত
এই মুহূর্তে বলিউডের সবচেয়ে আলোচিত নামগুলির মধ্যে অন্যতম হলেন লক্ষ্য লালওয়ানি। আরিয়ান খান পরিচালিত ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অফ বলিউড’-এ ‘আকাশ সিং’ চরিত্রে আকাশছোঁয়া প্রশংসা পেয়েছেন তিনি।

এই সাফল্যের পর তাঁকে ঘিরে বলিউডে নতুন কৌতূহল সৃষ্টি হয়েছে। ফলস্বরূপ, করণ জোহরের প্রযোজনা সংস্থা ধর্মা প্রোডাকশনসের একের পর এক প্রজেক্ট আসছে তাঁর ঝুলিতে:

‘চাঁদ মেরা দিল’: লক্ষ্য এখন ব্যস্ত শুটিং করছেন অনন্যা পান্ডে-র সঙ্গে তাঁর নতুন ছবি ‘চাঁদ মেরা দিল’-এর। রোমান্স ও ড্রামায় ভরপুর এই ছবিটি লক্ষ্যকে আরও বড় লিগে নিয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

‘দোস্তানা ২’ (নতুন রূপে): একসময় এটি লক্ষ্যর ডেবিউ ফিল্ম হওয়ার কথা ছিল। ছবিটি নব-রূপে ফিরছে। এবার লক্ষ্যর সঙ্গে দেখা যাবে বিক্রান্ত ম্যাসি এবং শ্রীলীলার অথবা প্রতিভা রন্তা-কে।

রিভেঞ্জ রোমান্স (জাহ্নবী-টাইগার শ্রফ): বলিউডে গুঞ্জন, জাহ্নবী কাপুর আর লক্ষ্য লালওয়ানি এবার জুটি বাঁধছেন এক ‘রিভেঞ্জ রোমান্স’-এ। আরও চমক, এই ছবিতে থাকছেন টাইগার শ্রফ! পরিচালক রাজ মেহতার এই ছবির শুটিং শুরু হবে ডিসেম্বর ২০২৫-এ।

প্রয়াত অভিনেতা জিমি শেরগিলের বাবা শতযিত সিং শেরগিল
বলিউডের জনপ্রিয় অভিনেতা জিমি শেরগিলের জীবনে নেমে এল গভীর শোকের ছায়া। গত শনিবার, ১১ অক্টোবর, ৯০ বছর বয়সে প্রয়াত হলেন তাঁর বাবা শতযিত সিং শেরগিল।

বর্ষীয়ান এই শিল্পী দীর্ঘদিন ধরে শিল্পজগৎ ও সংস্কৃতির সঙ্গে যুক্ত ছিলেন। শেরগিল পরিবার ভারতের কিংবদন্তি চিত্রশিল্পী অমৃতা শেরগিলের পরিবারের সঙ্গে সম্পর্কিত। শতযিত সিং শেরগিল নিজের জীবনজুড়ে সেই শিল্প-ঐতিহ্যের ধারক ছিলেন।

তাঁর ‘ভোগ’ ও ‘অন্তিম আরদাস’-এর অনুষ্ঠান হবে মঙ্গলবার, ১৪ অক্টোবর বিকেল ৪টা ৩০ থেকে ৫টা ৩০ পর্যন্ত মুম্বইয়ের সান্তাক্রুজ পশ্চিমের গুরুদ্বারা ধন পোঠোহার নগরে। এই সময় পরিবারের ঘনিষ্ঠজন, আত্মীয়স্বজন ও সহকর্মীরা উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy