সম্পর্ক এলোমেলো! ইন্দ্রাণীর মন জয় হলেও এবার স্বামীর সঙ্গে নতুন মোড়, কী হবে আয়ুষ্মান-কুসুমের সমীকরণ?

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘আয়ুষ্মান-কুসুম’-এ এখন সম্পর্কের সমীকরণ একেবারে এলোমেলো। একদিকে শাশুড়ি ইন্দ্রাণীর মন জয় করার পরীক্ষায় কুসুম রোজ পাস করছে না ঠিকই, তবে তার চেষ্টার ত্রুটি নেই। তার পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে আছে ‘বেস্ট ফ্রেন্ড’ ঈশান। অন্যদিকে, স্বামী আয়ুষ্মানের কাছে এখনও কুসুম বড্ড আনকোরা। এই পরিস্থিতিতে আচমকাই নাটকীয় মোড় নিল গল্প।

শুটিংয়েই সিঁদুরবদল!
সম্প্রতি আয়ুষ্মানদের ব্যবসার জন্য একটি বিজ্ঞাপনী ভিডিও শুটিংয়ের আয়োজন করা হয়। সেই শুটিংয়ে কুসুম ও আয়ুষ্মানকে বর-কনের বেশে সাজানো হয়। ভিডিওর স্বার্থে মালাবদল হয়, সাতপাকে বাঁধা পড়ে তারা, এমনকি আয়ুষ্মান কুসুমের সিঁথিতে সিঁদুরও পরিয়ে দেয়।

কিন্তু বিপত্তি ঘটে শুটিং শেষ হওয়ার পর। মালা খুলে, মণ্ডপ ছেড়ে উঠে যায় আয়ুষ্মান। প্রোডাকশনের লোকেরা কুসুমকে তার শাঁখা-পলা খুলে সিঁদুর মুছে ফেলার কথা বললেও, কিছুতেই রাজি হয় না কুসুম।

ভিডিওর স্বার্থে হলেও, আয়ুষ্মানের পরানো সিঁদুর সে মুছে ফেলতে পারে না। মনে মনে সে নিজেকে আয়ুষ্মানের স্ত্রী ভাবে এবং সেই কারণেই স্বামীর জন্য সমস্তরকম নিয়ম পালন করতে চায়। লুকিয়ে সিঁথিতে সিঁদুর পরে সে, লুকিয়ে হাতে নোয়াও পরে।

কোজাগরী লক্ষ্মীপুজোয় মহাবিপদ
এবার এই লুকিয়ে নিয়ম রক্ষা করতে গিয়ে বিরাট বিপাকে পড়ে কুসুম।

আয়ুষ্মানদের বাড়িতে যখন কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষে ভোগ রান্না ও সধবারা ব্রত পালন করার আয়োজন হয়, তখন দেবী মায়ের সঙ্গে ভোগ রান্নায় সাহায্য করতে গিয়ে কুসুম জানতে পারে যে এই ব্রত স্বামীর মঙ্গল কামনায় পালন করতে হয়।

এই কথা শুনে অবাক হওয়ার পাশাপাশি মনে মনে ভয়ও পায় সে। স্বামীর মঙ্গল কামনায় ব্রত পালন করা তার একান্ত ইচ্ছা হলেও, কীভাবে সবার চোখের আড়ালে আয়ুষ্মানের মঙ্গল কামনায় সে এই কঠিন ব্রত পালন করবে? উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বগুলিতে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy