ভয়াবহ পথ দুর্ঘটনায় আহতদের সাহায্যে এগিয়ে এসে মানবিকতার নজির গড়লেন বলিউড অভিনেত্রী দিশা পাটানির বোন খুশবু পাটানি। তবে নিজের চোখে দেখা ব্যবস্থার গাফিলতি এবং জনমানসের অমানবিকতা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। তাঁর অভিযোগ, দুর্ঘটনার খবর দেওয়া সত্ত্বেও ২ ঘণ্টা পেরিয়ে গেলেও অ্যাম্বুল্যান্স ঘটনাস্থলে পৌঁছায়নি।
খুশবু পাটানির মানবিক পদক্ষেপ:
খুশবু পাটানি তাঁর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এক ভিডিওতে জানান, রবিবার মোরাদাবাদ–রামপুর হাইওয়ে দিয়ে যাওয়ার সময় তিনি দুর্ঘটনাস্থলে পৌঁছন। তিনি দেখেন, একটি দ্রুত গতির বাসের ধাক্কায় টেম্পোটি দুমড়ে-মুচড়ে গেছে। টেম্পোর যাত্রীরা গুরুতর জখম ও রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছেন। আশেপাশের চিকিৎসা ব্যবস্থার সুযোগ না পেয়ে, তিনি নিজেই কিছু স্থানীয় মানুষের সঙ্গে মিলে আহতদের রাস্তার পাশ থেকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যান।
অ্যাম্বুল্যান্সের ২ ঘণ্টার বিলম্ব:
খুশবু জানান, অ্যাম্বুল্যান্সে বারবার ফোন করা হলেও কোনো সাহায্য আসেনি। শেষে বাধ্য হয়ে তিনি অটো ভাড়া করে ৪-৫ জন গুরুতর আহতকে হাসপাতালে পাঠান। এই ভয়াবহ বিলম্ব নিয়ে তিনি কর্তৃপক্ষের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন।
ভিড় শুধু ভিডিওর জন্য:
ঘটনাস্থলে উপস্থিত বহু মানুষের আচরণেও হতাশ হন খুশবু। তাঁর অভিযোগ, সাহায্যের বদলে ভিড় জমিয়েছিল অনেকে, কিন্তু তাদের উদ্দেশ্য ছিল শুধু মোবাইলে ছবি তোলা বা ভিডিও রেকর্ড করা। এই প্রবণতাকে অমানবিক আখ্যা দিয়ে তিনি বলেন, “ভয় না পেয়ে মানুষের পাশে দাঁড়ানো উচিত, কারণ আইন সকলকে রক্ষা করবে।”
দুর্ঘটনায় একই পরিবারের ৬ জনের মৃত্যু:
পুলিশ সূত্রে খবর, এই পথ দুর্ঘটনায় একই পরিবারের ছয়জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে, যার মধ্যে দু’জন শিশুও ছিল। তাঁরা একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। মৃতদের মধ্যে রয়েছেন মাতি ওরফে সঞ্জু (৩০), সুমন (৩০), সীমা (৩৫), আরতি (২০), অমন (১৫) এবং অনন্যা (১২)। এই ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। ঘাতক বাসের চালক পলাতক, পুলিশ তাঁর খোঁজ শুরু করেছে।