জাতীয় পুরস্কারপ্রাপ্ত বর্ষীয়ান অভিনেতা সৌরভ শুক্লা এক সময়ে অভিনয়ের প্রতি আগ্রহই হারিয়ে ফেলেছিলেন! একঘেয়ে অতিথি চরিত্রে কাজ করতে করতে তিনি এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলেন যে অভিনয় ছেড়ে কেবল লেখক হিসেবেই পরিচিত হতে চেয়েছিলেন। কিন্তু রণবীর কাপুর অভিনীত ‘বরফি’ ছবির সেটেই এক মুহূর্তে বদলে যায় তাঁর সেই মানসিকতা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরেন ‘জলি এলএলবি’ খ্যাত এই অভিনেতা।
অভিনয় ছাড়তে চেয়েছিলেন সৌরভ:
সৌরভ শুক্লা বলেন, “‘বরফি’র শুটিংয়ের সময়টা আমার জীবনের সবচেয়ে টলোমলো পর্ব ছিল। অনুরাগ বসু যখন ছবিটার প্রস্তাব দেন, আমি ততদিনে অন্তর থেকে সত্যিই ভীষণ ক্লান্ত। ভীষণ বিরক্ত। কারণ সবাই বলত, ‘তুমি তো দারুণ অভিনেতা’, কিন্তু কাজ আসত কোনও ছবিতে একদিনের অতিথি চরিত্রের! একদিনের শুটে কী-ই বা করা যায়?”
তিনি প্রায় ঘোষণা করে দিয়েছিলেন যে তিনি আর অভিনয় করবেন না, বরং লেখক হিসেবেই কাজ করবেন। অনুরাগ বসুকে তিনি স্পষ্ট জানিয়েছিলেন, “আমাকে কেবল তখনই ডাকবে যদি কিছু ভালো চরিত্র থাকে, না হলে একদম ডাকো না।” ভাগ্যিস অনুরাগ সেটা খারাপভাবে নেননি এবং সেই সূত্রেই আসে ‘বরফি’।
রণবীর কাপুরই ফিরিয়ে দিলেন আগ্রহ:
সেই পরিবর্তনের কেন্দ্রবিন্দু ছিলেন রণবীর কাপুর। সৌরভ রণবীরকে ‘ভীষণ আকর্ষণীয়, প্রাণবন্ত ও বুদ্ধিমান’ বলে বর্ণনা করেন। তাঁর কথায়, “ও এমন কিছু করত অভিনয়ের সময় যে সেখান থেকে আমি কিছু করতাম পাল্টা, মানে আমি তার থেকে কিছু শিখতাম। তরুণদের মধ্যে একটা নির্মল সারল্য থাকে, যা আমাদের মতো বয়স বেড়ে যাওয়া মানুষের আর থাকে না। রণবীর ও আমার মধ্যে পরস্পরের জন্য শ্রদ্ধা ছিল।”
সৌরভ শুক্লা স্বীকার করেন যে রণবীরের সঙ্গে কাজ করতে গিয়েই তাঁর অভিনয়ের প্রতি হারানো আগ্রহ ফের জেগে ওঠে। তিনি অনুভব করেন, “হ্যাঁ, অভিনয় সত্যিই এক আনন্দের জিনিস!” সেই থেকে তিনি আর পিছন ফিরে তাকাননি।
আলোচনায় রণবীর ও শাহরুখ-পুত্র:
বর্তমানে রণবীর কাপুর তাঁর দুটি বড় প্রজেক্ট— ‘রামায়ণ’ এবং সঞ্জয় লীলা বনশালির ‘লভ অ্যান্ড ওয়ার’ নিয়ে ব্যস্ত। অন্যদিকে, রণবীর সম্প্রতি আরিয়ান খানের ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অফ বলিউড’-এ অতিথি শিল্পী হিসেবেও হাজির হয়েছেন। ওই সিরিজের শুটিংয়ের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে অভিনেত্রী অনন্যা সিং জানান, রণবীর কাপুর এতটাই ‘কুল ও সহজ’ যে তাঁর উপস্থিতিতে শুটিং সেটের সমস্ত ভয় দ্রুত কেটে গিয়েছিল।