‘আমি আর গাইব না!’ অরিজিতের একটি পোস্টেই স্তব্ধ গোটা দেশ, কান্নায় ভেঙে পড়ল জিয়াগঞ্জ!

বিশ্বজুড়ে কোটি কোটি ভক্তের হৃদয়ে রাজত্ব করা গায়ক অরিজিৎ সিং এবার বড় ঘোষণা দিলেন। তবে এই ঘোষণা কোনো নতুন গানের নয়, বরং গান ছাড়ার! মঙ্গলবার রাতে নিজের ফেসবুক ও এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে একটি পোস্ট করে অরিজিৎ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি আর কোনো নতুন ‘প্লে-ব্যাক’ অর্থাৎ সিনেমার গানের কাজ গ্রহণ করবেন না। ২৯ মিলিয়ন ফলোয়ারের এই তারকার এমন সিদ্ধান্তে কার্যত বজ্রপাত হয়েছে সংগীতপ্রেমীদের মনে।

সবচেয়ে বেশি প্রভাব পড়েছে অরিজিতের নিজের শহর মুর্শিদাবাদের জিয়াগঞ্জে। সেখানকার গলি-তস্য গলিতে এখন একটাই আলোচনা— কেন এমন করলেন তাঁদের ঘরের ছেলে ‘সোমু’? চায়ের দোকান থেকে শুরু করে অরিজিতের পাড়ার বন্ধু-বান্ধব, সকলেরই চোখ ছলছলে। যে মানুষটা সুপারস্টার হওয়ার পরেও খুব সাধারণ মানুষের মতো নিজের শহরে ঘুরে বেড়াতেন, স্কুটি চালিয়ে বাজারে যেতেন, তাঁর এমন সিদ্ধান্তে মুষড়ে পড়েছেন জিয়াগঞ্জবাসী।

সংগীত কি পুরোপুরি ছাড়ছেন? ভক্তদের মনে হাজারো প্রশ্ন ভিড় করলেও অরিজিৎ নিজে কিছুটা ধোঁয়াশা পরিষ্কার করেছেন। তিনি তাঁর পোস্টে লিখেছেন, “পরিষ্কার বলছি, আমি সংগীত বন্ধ করছি না। তবে সিনেমার প্লে-ব্যাক ভোকালিস্ট হিসেবে আর কোনো নতুন কাজ নেব না। যাত্রাটা অসাধারণ ছিল।” এক অনুরাগী যখন তাঁর কাছে এই সিদ্ধান্তের কারণ জানতে চান, অরিজিৎ তখন স্বভাবসিদ্ধ হাসিতে তা এড়িয়ে গেলেও জানিয়েছেন, হাতে থাকা পুরনো কাজগুলো তিনি শেষ করবেন। এরপর তিনি নিজেকে স্বাধীন সংগীতশিল্পী এবং সংগীত সাধনার কাজেই সঁপে দিতে চান।

জিয়াগঞ্জের প্রতিবেশীরা বলছেন, “আমরা জানতাম ও সাধনা করতে ভালোবাসে, কিন্তু এভাবে সিনেমার গান ছেড়ে দেবে তা কল্পনাও করতে পারিনি।” তবে অরিজিতের এই সিদ্ধান্তে যেমন বিষাদ আছে, তেমনই আছে গর্ব। কারণ, জনপ্রিয়তার শিখরে থেকে এমন সাহসী সিদ্ধান্ত কজন নিতে পারেন? ভক্তরা আশা করছেন, সিনেমার পর্দায় না হলেও স্বতন্ত্র অ্যালবামে কিংবা লাইভ কনসার্টে আবারও ধরা দেবেন তাঁদের প্রিয় ‘সোমু’।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy