কেরিয়ারের এক কঠিন সময়ে ভালো কাজ না পাওয়ার হতাশায় একসময় বন্ধু টুইঙ্কল খান্নার (Twinkle Khanna) বাড়িতে কেঁদে ফেলেছিলেন অভিনেত্রী শেফালী শাহ (Shefali Shah)। সেই অত্যন্ত ব্যক্তিগত ও সংবেদনশীল মুহূর্তটি সম্পর্কে সম্প্রতি খোলাখুলি জানালেন টুইঙ্কল। মজার বিষয় হলো, সেই কান্নার মুহূর্তটি গোপনে রেকর্ড করে ফেলেছিলেন অক্ষয় কুমারের পুত্র আরাভ কুমার!
টুইঙ্কল খান্নার ইউটিউব চ্যানেলে পুরোনো বন্ধুদের মধ্যে এক আড্ডায় শেফালী তাঁর কেরিয়ারের নানা দিক নিয়ে আলোচনা করার সময় টুইঙ্কল এই ঘটনাটি মনে করিয়ে দেন।
“শেফালীর আছে একটি কান্নার রেকর্ড”
টুইঙ্কল সেই মুহূর্তের বর্ণনা দিতে গিয়ে মজা করে বলেন:
“শেফালী আমার পুরনো বন্ধু। একবার আমরা বাগানে বসেছিলাম, আর ভালো কাজ না পাওয়ার দুঃখে সে কাঁদছিল। কিন্তু প্রতিটি গল্পেই মোচড় থাকা চাই, তাই আমরা ঝোপের মধ্যে একটা খসখস শব্দ শুনতে পেলাম। দেখা গেল, আমার ছেলে আরাভ একটি ভিডিও টেপ হাতে নিয়ে পুরো ঘটনাটা রেকর্ড করছিল!”
টুইঙ্কল এরপর আরও কৌতুক করে মন্তব্য করেন, “কিছু মানুষের যৌনতার রেকর্ড থাকে। আর শেফালীর আছে একটি কান্নার রেকর্ড।” জবাবে শেফালী মজা করে বলেন, “হয়তো এবার সেটা প্রকাশ করা উচিত। আমি তাহলে জনপ্রিয় হয়ে যাব!”
যেভাবে মোড় ঘুরল শেফালীর কেরিয়ার
‘মনসুন ওয়েডিং’ বা ‘ওয়াক্ত’-এর মতো ছবিতে প্রশংসা পেলেও, বহু বছর ধরে বলিউডে তাঁকে প্রাপ্য ভূমিকা দেওয়া হচ্ছিল না। ‘ওয়াক্ত’ ছবিতে তিনি নিজের চেয়ে কম বয়সী অক্ষয় কুমারের মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন।
শেফালী জানান, ‘দিল ধড়কনে দো’-তে মায়ের ভূমিকায় অভিনয়ের পর তিনি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন—তাঁর থেকে মাত্র কয়েক বছরের ছোট অভিনেতাদের মায়ের চরিত্রে আর অভিনয় করবেন না। এই সিদ্ধান্তের ফলে তাঁকে দীর্ঘদিন কাজের জন্য অপেক্ষা করতে হয়।
দীর্ঘ অপেক্ষার পর কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়ার মাধ্যমে তাঁর জীবনে আসে ‘দিল্লি ক্রাইম’। এই ওয়েব শো-টি তাঁর কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। বর্তমানে শেফালী শাহ বলিউডের অন্যতম প্রশংসিত অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন। এই মজাদার গল্পটি তাঁদের বন্ধুত্বের গভীরতা এবং শেফালীর কঠিন পেশাগত যাত্রাকেই তুলে ধরে।