দীর্ঘ দশ বছরের ব্যবধানের পর অভিনেতা দেব এবং অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় আবার একসঙ্গে মঞ্চে এলেন। তাঁদের আসন্ন ছবি ‘ধূমকেতু’-র ট্রেলার লঞ্চ উপলক্ষে কলকাতার নজরুল মঞ্চে এক আবেগঘন মুহূর্তের সাক্ষী থাকল তাঁদের ভক্তরা। এই অনুষ্ঠানেই শুভশ্রী ফাঁস করলেন যে, এক সময় দেবই তাঁকে সামাজিক মাধ্যমে ‘আনফলো’ করেছিলেন। তবে এখন সেই দূরত্ব ঘুচেছে; দু’জনেই একে অপরকে আবার ‘ফলো’ করা শুরু করেছেন।
আগামী ১৪ই আগস্ট মুক্তি পেতে চলেছে ‘ধূমকেতু’ ছবিটি। এই ছবির কাজ শেষ হওয়ার পর দীর্ঘ প্রায় দশ বছর তাঁদের মধ্যে কোনো কথা হয়নি। বিভিন্ন অনুষ্ঠানে দেখা হলেও তাঁরা একে অপরকে এড়িয়ে চলতেন। কিন্তু ‘ধূমকেতু’র ট্রেলার লঞ্চে হাতে হাত রেখে তাঁদের প্রবেশ জনতাকে আবেগাপ্লুত করে তোলে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ‘দেশু’ (দেব-শুভশ্রী) জুটির ভক্তরা এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন, যা ছিল এই জুটির জনপ্রিয়তার এক জ্বলন্ত প্রমাণ।
অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন অভিনেতা রোহন ভট্টাচার্য। তিনি দেবকে প্রশ্ন করেন, “দেব কি শুভশ্রীর সামাজিক মাধ্যমে গোপনে উঁকি দেন?” উত্তরে দেব বলেন, “শুভশ্রী এখন লেডি সুপারস্টার। তাঁকে দেখতে গেলে উঁকি দিতে লাগে না। সামাজিক মাধ্যমে এমনিই তাঁকে দেখা যায়।” এর পরই খুনসুটির ছলে তিনি শুভশ্রীর জনপ্রিয়তা নিয়ে মন্তব্য করেন।
শুভশ্রীও দেবের প্রযোজনা সংস্থার ভূয়সী প্রশংসা করেন। তিনি জানান, একসময় তিনি চেয়েছিলেন দেব যদি প্রোডাকশন হাউজ খোলেন, তবে প্রথম ছবির নায়িকা তিনি হবেন। এ প্রসঙ্গে দেব মজা করে বলেন, “সবই তো আমার।” এর পাল্টা হিসেবে শুভশ্রী বলেন, “ভাগ্যিস বলোনি, ‘সন্তান’ও তোমার।” এই রসিকতায় পুরো মঞ্চ হাসিতে ফেটে পড়ে।
অনুষ্ঠানে উঠে আসে আরও নানা অজানা গল্প। গত বছর রাজ চক্রবর্তীর ‘সন্তান’ এবং দেবের ‘খাদান’ একসঙ্গে মুক্তি পাওয়ার সময়ে শুভশ্রীর একটি অর্থপূর্ণ হাসি দেখে দেব কীভাবে তাঁর ছবির প্রচারের মাত্রা বাড়িয়ে দিয়েছিলেন, সেই গল্পও উঠে আসে। শুভশ্রী হাসিমুখে বলেন, “আমার একটা হাসিই তা হলে প্রচারের গতি বাড়িয়ে দিতে পারে!”
অনুষ্ঠানের শেষে দেব ও শুভশ্রী দু’জনেই জানান, তাঁরা পরস্পরের মঙ্গল কামনা করেন এবং দু’জনেই নিজেদের জীবনে সুখী। তাঁদের এই মিলন এবং বন্ধুত্বপূর্ণ খুনসুটি দর্শককে মুগ্ধ করে তোলে। তাঁদের পুরনো জনপ্রিয় ছবি ‘চ্যালেঞ্জ’, ‘পরাণ যায় জ্বলিয়া রে’ এবং ‘রোমিয়ো’র গানের সঙ্গে তাঁদের নাচ দিয়ে অনুষ্ঠান শেষ হয়। এই সন্ধ্যা আবারও প্রমাণ করে দিল যে ‘দেশু’ জুটি এখনও দর্শকদের কাছে কতটা প্রিয়।