টলিউডের একসময়ের আদর্শ দম্পতি যীশু সেনগুপ্ত এবং নীলাঞ্জনা শর্মার পথ যে বর্তমানে আলাদা হয়েছে, সেই গুঞ্জন দীর্ঘদিনের। আইনিভাবে বিবাহ বিচ্ছেদ না হলেও দুজনে আলাদা থাকছেন। শোনা যায়, মুম্বইয়ে থাকাকালীন যীশুর সঙ্গে অন্য এক নারীর ঘনিষ্ঠতার জেরে তাঁদের সাংসারিক সম্পর্কে অবনতি ঘটে।
স্বামীর থেকে আলাদা থাকলেও নীলাঞ্জনা এখন দুই সন্তানকে নিয়েই জীবন কাটাচ্ছেন এবং একা হাতে সামলাচ্ছেন নিজের প্রোডাকশন হাউজ ‘নিনি চিনিজ মাম্মা’। সম্প্রতি দুর্গাপূজার আগে তিনি বাড়ির জন্য যে নতুন নেমপ্লেট এনেছিলেন, তা থেকে সচেতনভাবে স্বামীর নাম বাদ দিয়ে দেন।
ইঙ্গিতপূর্ণ পোস্টে কষ্টের কথা
এবার নিজের ইনস্টাগ্রামে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন নীলাঞ্জনা শর্মা, যেখানে তিনি নিজের জীবন এবং বৈবাহিক সম্পর্কে টানাপোড়েন নিয়ে কিছু গভীর কথা লিখেছেন। কয়েকটি ছবি (যার মধ্যে সিদ্ধার্থ সেনগুপ্ত এবং সুজাতা সেনগুপ্তের সঙ্গে ছবিও রয়েছে) পোস্ট করে তিনি লেখেন:
“কেউ নিজের ব্যথার তকমা নিয়ে ঘুরে বেড়ায় না। বিবাহ বিচ্ছেদ, বাবা মাকে হারানো, অনিদ্রা অথবা জীবনের হাল ছেড়ে দেওয়া, এই সমস্ত গল্প সবার জীবনেই রয়েছে। তবে এইসব পেরিয়ে যদি আপনি যুদ্ধ করতে চান তবেই আপনি জীবনে বাঁচতে পারবেন।”
নীলাঞ্জনা আরও লেখেন, “কেউ শুধু চুপ করে আছে বলে তার মানে এই নয়, তার জীবনে কোনো কষ্ট নেই। কেউ নিজের সম্পূর্ণ গল্প পোস্ট করে না। সাফল্যের পেছনেও অনেক কষ্ট রয়েছে। হাসির পেছনেও অনেক কান্না লুকিয়ে থাকে। আত্মবিশ্বাসের পেছনেও অনেক ভেঙে যাওয়ার গল্প থাকে।”
তিনি উপসংহারে লেখেন, “পৃথিবী আপনার ব্যথাকে প্রশ্রয় দেবে না তাই ‘ভালো আছি’ এই কথার আড়ালে বেঁচে থাকতে হয়।”
নীলাঞ্জনার এই পোস্ট দেখে স্পষ্টতই বোঝা যাচ্ছে যে ব্যক্তিগত জীবনে তিনি এখন নিজেকে অনেকটাই সামলে নিয়েছেন এবং বৈবাহিক জীবন থেকে সরে এসেছেন।
বাবার থেকে দূরত্ব রাখছেন মেয়ে সারাও
শুধু নীলাঞ্জনা নয়, জানা গিয়েছে বাবার থেকে দূরত্ব বজায় রাখছেন মেয়ে সারাও। এই মুহূর্তে মুম্বইয়ে চুটিয়ে মডেলিং করছেন সারা। বেশ কিছুদিন আগেই বাবাকে (যীশু সেনগুপ্ত) আনফলো করে দিয়েছেন তিনি।
নীলাঞ্জনার এই পোস্টে অভিনেত্রী মিমি চক্রবর্তী-সহ বহু মানুষ তাঁকে ভালোবাসা জানিয়েছেন এবং মন শক্ত রাখার উপদেশ দিয়েছেন।