সুপারস্টার দেবের অগাধ সম্পত্তি! কোটি কোটি টাকার বাড়ি-গাড়ি, কত কোটির মালিক ঘাটালের সাংসদ?

টলিউডের ‘পাগলু’ হোক কিংবা রাজনীতির আঙিনায় ঘাটালের সাংসদ—দীপক অধিকারী ওরফে দেব সবসময়ই চর্চার কেন্দ্রে। অভিনয়, প্রযোজনা এবং রাজনীতির সফল কেরিয়ারের দৌলতে দেবের জীবনধারা যেমন রাজকীয়, তেমনই নজরকাড়া তাঁর সম্পত্তির পরিমাণ। ২০২৪-এর লোকসভা নির্বাচনের হলফনামা এবং বর্তমান তথ্য অনুযায়ী, দেবের সম্পত্তির গ্রাফ গত কয়েক বছরে উল্লেখযোগ্যভাবে ঊর্ধ্বমুখী।

কোটি টাকার ফ্ল্যাট ও রাজকীয় আবাসন কলকাতার বুকে একাধিক বিলাসবহুল ফ্ল্যাটের মালিক দেব। হলফনামার তথ্য অনুযায়ী, কলকাতার বিখ্যাত ‘সাউথ সিটি’ টাওয়ারে তাঁর দুটি ফ্ল্যাট রয়েছে। এর মধ্যে একটির মূল্য প্রায় ৩ কোটি ১০ লক্ষ টাকা এবং অন্যটির মূল্য ১ কোটি ৫৪ লক্ষ টাকারও বেশি। শুধু সাউথ সিটি নয়, ‘আরবানা’ হাউজিং কমপ্লেক্সের ৩ নম্বর টাওয়ারেও দেবের একটি ফ্ল্যাট রয়েছে যার বাজারমূল্য ১৩ কোটি টাকারও বেশি। এছাড়াও বৈদিক ভিলেজে তাঁর প্রায় ১.৭৫ কোটি টাকার সম্পত্তি রয়েছে। রিপোর্ট অনুযায়ী, সাউথ সিটির একটি ফ্ল্যাট থেকে তিনি বার্ষিক ১৮ লক্ষ টাকা ভাড়াবাবদ আয় করেন।

বিলাসবহুল গাড়ির কালেকশন ও বহুমূল্য ঘড়ি গাড়ির শৌখিন হিসেবে দেবের নাম টলিপাড়ায় পরিচিত। তাঁর সংগ্রহে রয়েছে ১ কোটি ১২ লক্ষ ৪০ হাজার টাকার একটি মার্সিডিজ বেঞ্জ (Mercedes Benz)। এছাড়াও বিভিন্ন সময়ে তাঁর কাছে বিএমডব্লিউ (BMW) এবং অডি (Audi) এর মতো দামী গাড়ি থাকতে দেখা গিয়েছে। তবে শুধু গাড়ি নয়, দেবের হাতের ঘড়িটিও খবরের শিরোনামে থাকে। তাঁর সংগ্রহে রয়েছে একটি বহুমূল্য হাতঘড়ি, যার দাম প্রায় ১২ লক্ষ ৫৬ হাজার টাকা।

ব্যাঙ্ক ব্যালেন্স ও সোনা নির্বাচনী হলফনামা অনুযায়ী, দেবের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৩৭.১৩ কোটি টাকা। এর মধ্যে অস্থাবর সম্পত্তির পরিমাণ ১৭.২২ কোটি টাকা এবং স্থাবর সম্পত্তি প্রায় ১৯.৯১ কোটি টাকার। ব্যাঙ্ক এবং আর্থিক প্রতিষ্ঠানে তাঁর জমা অর্থের পরিমাণ ১০ কোটি টাকারও বেশি। এছাড়াও তাঁর কাছে প্রায় ৪৯ লক্ষ ১৮ হাজার টাকা মূল্যের ২২০০ গ্রাম সোনা রয়েছে।

আয়ের উৎস সুপারস্টার দেবের আয়ের প্রধান উৎস হল সিনেমা এবং তাঁর নিজস্ব প্রযোজনা সংস্থা ‘দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস’। পাশাপাশি বিভিন্ন নামী ব্র্যান্ডের বিজ্ঞাপনের মুখ হিসেবেও তিনি মোটা টাকা পারিশ্রমিক নেন। একজন সাংসদ হিসেবে তিনি সরকারি ভাতা ও সুযোগ-সুবিধাও পেয়ে থাকেন। হলফনামা অনুযায়ী, ২০২২-২৩ অর্থবর্ষে তাঁর বার্ষিক আয় ছিল প্রায় ৪.৯৯ কোটি টাকা। সাধারণ ঘর থেকে উঠে আসা এই মেগাস্টারের এই বিপুল সাম্রাজ্য স্বাভাবিকভাবেই তাঁর অনুগামীদের কাছে বিস্ময়ের বিষয়।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy