বলিউডের মেগাস্টার সলমন খানের দীর্ঘদিনের দেহরক্ষী শেরা (শের-এ-হিন্দ সিং)-এর বাবা শ্রী সুন্দর সিং জলি প্রয়াত হয়েছেন। বুধবার ৮৮ বছর বয়সে ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই খবর সামনে আসার পর থেকেই বলিউড জগতে শোকের ছায়া নেমে এসেছে।
শেরা, যিনি সলমন খানের পরিবারের একজন সদস্যের মতো পরিচিত, তার বাবার মৃত্যুতে গভীরভাবে শোকাহত। জানা গেছে, বেশ কিছুদিন ধরে সুন্দর সিং জলি ক্যান্সারের চিকিৎসা নিচ্ছিলেন। বুধবার বিকেল ৪টেয় মুম্বাইয়ের অন্ধেরির ওশিওয়াড়া শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হবে। শেরার বাড়িও এই এলাকার লোখন্ডওয়ালা ব্লকে।
সলমন খানের সঙ্গে শেরার সম্পর্ক দীর্ঘ ২৬ বছরেরও বেশি সময়ের। এই কঠিন সময়ে সলমন খান এবং তার পরিবার শেরার পাশে দাঁড়িয়েছেন বলে জানা গেছে। শেরার বাবা একজন সম্মানীয় ব্যক্তি ছিলেন এবং তার মৃত্যুতে অনেকেই শোক প্রকাশ করেছেন।