‘দঙ্গল’ ছবির জন্য ফতিমা সানা শেখকে দেখা গিয়েছিল একেবারে ছোট চুলে। কিন্তু সেই পরিবর্তন তাঁর মানসিকতায় কতটা প্রভাব ফেলেছিল, তা নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন তিনি। ফতিমা জানান, ছোটবেলা থেকে তিনি ‘টমবয়’ ধাঁচের হলেও, চুল ছোট করার পর নিজেকে অত্যন্ত ‘অরক্ষিত’ এবং ‘নগ্ন’ মনে হচ্ছিল। তাঁর কথায়, “আমি বুঝতে পারলাম লম্বা চুল মেয়েদের জন্য আসলে একটা পর্দার মতো। চুল খোলা রাখলে নিজেকে সুন্দরী এবং নিরাপদ মনে হয়।” সেই স্বস্তি ফিরে পেতে তাঁর বেশ কিছুদিন সময় লেগেছিল।
গীতা ও ববিতা ফোগাটকে দেখে অনুপ্রাণিত ফতিমা চেয়েছিলেন তাঁদের মতো ‘পাথরের মতো শক্ত’ শরীর তৈরি করতে। মাত্র ৪৯ কেজি ওজন থেকে পেশিবহুল চেহারায় পৌঁছানো এবং আন্তর্জাতিক মানের কুস্তিগীরের মতো প্রশিক্ষণ নেওয়া ছিল তাঁর কাছে এক বিশাল চ্যালেঞ্জ। চিত্রনাট্য শোনার সময় ব্যাকফ্লিপ বা কঠিন স্টান্টগুলি কীভাবে করবেন, তা ভেবে তিনি আবেগপ্রবণও হয়ে পড়েছিলেন। তবে একবার স্বাচ্ছন্দ্য ফিরে পাওয়ার পর সেই ছোট চুলই তাঁকে ‘মুক্তির অনুভূতি’ দিয়েছিল।