মায়ের শোক বদলে দিয়েছিল সংকল্পে, সেই ‘বাইক দাদা’র গল্পে এবার বড়পর্দায় দেব! জানুন বিস্তারিত

টলিউডে ফের একবার এক বাস্তব জীবনের হিরোর গল্প ফুটে উঠতে চলেছে বড়পর্দায়। ইন্ডাস্ট্রির অন্দরের খবর অনুযায়ী, উত্তরবঙ্গের মানবিক মুখ এবং পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’ করিমূল হকের চরিত্রে অভিনয় করতে চলেছেন সুপারস্টার দেব। ছবির সম্ভাব্য নাম রাখা হয়েছে ‘#BAD’ (Bike Ambulance Dada)।

করিমূল হকের জীবন কাহিনী কোনো সিনেমার চেয়ে কম কিছু নয়। ১৯৯৫ সালে সঠিক সময়ে অ্যাম্বুল্যান্স না পাওয়ায় নিজের মাকে হারিয়েছিলেন তিনি। সেই ব্যক্তিগত শোককে শক্তিতে বদলে নিয়ে তিনি শপথ করেছিলেন—নিজের গ্রামে আর কাউকে যেন বিনা চিকিৎসায় মরতে না হয়। এরপর থেকেই নিজের মোটরবাইককে অ্যাম্বুল্যান্সে বদলে দুর্গম চা বাগান ও পাহাড়ি এলাকা থেকে অসুস্থ মানুষদের হাসপাতালে পৌঁছে দেওয়ার কাজ শুরু করেন তিনি। তাঁর এই নিঃস্বার্থ সেবাকে স্বীকৃতি দিয়ে ২০১৭ সালে ভারত সরকার তাঁকে ‘পদ্মশ্রী’ সম্মানে ভূষিত করে।

শোনা যাচ্ছে, এই ছবিতে দেবের বিপরীতে নায়িকা হিসেবে দেখা যেতে পারে ছোট পর্দার জনপ্রিয় ‘জগদ্ধাত্রী’ তথা অঙ্কিতা মল্লিককে। বড়পর্দায় এটিই হতে পারে অঙ্কিতার প্রথম বড় কাজ। দেব-অঙ্কিতার এই নতুন জুটিকে ঘিরে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে উত্তেজনার পারদ চড়ছে।

ছবির নির্মাতারা এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও, জানা যাচ্ছে ২০২৬ সালের বড়দিন বা বছরের শেষে মুক্তি পেতে পারে এই ছবি। ‘গোলন্দাজ’ বা ‘বাঘা যতীন’-এর মতো পিরিয়ড ড্রামার পর, এক সাধারণ মানুষের অসাধারণ হয়ে ওঠার এই সামাজিক ও মানবিক গল্প দেবের ক্যারিয়ারে এক নতুন পালক যোগ করবে বলেই মনে করছে চলচ্চিত্র মহল।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy