বিশ্বরেকর্ড গড়লেন দীপিকা পাড়ুকোন, ইনস্টাগ্রামে রিল পোস্ট করে ১৯০ কোটি ভিউ!

মা হওয়ার পর অভিনেত্রীদের কেরিয়ারে ভাটা পড়ার প্রচলিত ধারণাকে সম্পূর্ণ ভুল প্রমাণ করে এক নতুন বিশ্বরেকর্ড গড়লেন দীপিকা পাড়ুকোন। সম্প্রতি মাতৃত্বকালীন ছুটি থেকে ফিরে এসে তাঁর একটি ইনস্টাগ্রাম রিল ১৯০ কোটি ভিউ পেয়ে বিশ্বরেকর্ড করেছে। এই রেকর্ডের মাধ্যমে তিনি হার্দিক পান্ডিয়া এবং ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো তারকাদেরও পেছনে ফেলে দিয়েছেন। হার্দিক পান্ডিয়ার একটি রিল ১৬০ কোটি এবং রোনালদোর একটি রিল ১৫০ কোটি ভিউ পেয়েছিল।

আশ্চর্যের বিষয় হলো, এই রেকর্ড সৃষ্টিকারী রিলটি কোনো ব্যক্তিগত ভিডিও নয়, বরং একটি বিজ্ঞাপনের অংশ। দীপিকা হিলটন হোটেলের গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ‘ইট ম্যাটার্স হোয়্যার ইউ স্টে’ প্রচারাভিযানের জন্য এই বিজ্ঞাপনটিতে অভিনয় করেছেন। গত ৯ জুন তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করা এই ভিডিওটি মাত্র কয়েক মাসেই ১.৯ বিলিয়ন ভিউ পেয়ে এই মাইলফলক ছুঁয়েছে।

মেয়ের জন্মের পর এটি দীপিকার আরেকটি বড় অর্জন। এর আগে, তিনি প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে ‘হলিউড ওয়াক অফ ফেম স্টার ২০২৬’ তালিকায় স্থান করে নিয়েছিলেন। সেই কীর্তির কয়েক মাসের মধ্যেই তিনি এই নতুন রেকর্ড গড়লেন।

সন্তানের দেখাশোনার পাশাপাশি দীপিকা আবারও চলচ্চিত্রে ফিরছেন। তাঁকে শাহরুখ খানের সঙ্গে ‘কিং’ ছবিতে এবং অ্যাটলি পরিচালিত আরেকটি ছবিতে অল্লু অর্জুনের বিপরীতে দেখা যাবে। এই সকল ব্যস্ততার মাঝেই তাঁর এই নতুন রেকর্ড তাঁর জনপ্রিয়তা এবং গ্লোবাল প্রভাবের প্রমাণ দেয়।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy