বাংলা সিনেমা বনাম হিন্দি! ‘বাকি সব পরে’- মুখ্যমন্ত্রীর কাছে কোন আর্জি রাজের?

আসন্ন বড় বাজেটের হিন্দি সিনেমা ‘ওয়ার ২’-এর মুক্তির ঠিক আগেই প্রেক্ষাগৃহে বাংলা সিনেমাকে কোণঠাসা করার অভিযোগ নিয়ে সরব হয়েছেন টলিউডের প্রথম সারির অভিনেতা, পরিচালক ও প্রযোজকরা। বাংলা সিনেমাকে বাঁচাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠিয়েছেন তাঁরা। এর পরিপ্রেক্ষিতে, বৃহস্পতিবার (৭ আগস্ট) রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের উদ্যোগে নন্দনে এই বিষয়ে একটি জরুরি বৈঠক ডাকা হয়েছে।

‘ধূমকেতু’ ও ‘ওয়ার ২’-এর সংঘাত
আগামী ১৪ আগস্ট, টলিউডের বহু প্রতীক্ষিত সিনেমা ‘ধূমকেতু’ মুক্তি পাওয়ার কথা। কিন্তু একই দিনে যশরাজ ফিল্মস প্রযোজিত মেগাবাজেট বলিউড ছবি ‘ওয়ার ২’ মুক্তি পাচ্ছে। এর ফলে হল মালিকরা হিন্দি ছবিকে বেশি গুরুত্ব দিয়ে বাংলা ছবির শো কমিয়ে দিতে পারেন, এমন আশঙ্কা থেকেই এই পদক্ষেপ। এর আগেও ‘পুষ্পা ২’-এর মতো হিন্দি ছবির দাপটে বাংলা ছবির শো কমে যাওয়ার ঘটনা ঘটেছে, যা টলিউডকে চিন্তায় ফেলেছে।

রাজের ক্ষোভ: ‘মুখ্যমন্ত্রীর কথা শোনা হয় না’
পরিচালক রাজ চক্রবর্তী এই বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, “মুখ্যমন্ত্রীকে এর আগেও চিঠি দেওয়া হয়েছিল যাতে বাংলা ছবি আরও বেশি হল পায়। তিনি নিজেও সবসময় বাংলা সংস্কৃতিকে এগিয়ে রাখতে চান। কিন্তু তাঁর কথা অনেকে শোনেন না, এবং কারিগরিভাবে তার কথা এড়িয়ে যাওয়া হয়।” তিনি আরও বলেন, হিন্দি সিনেমার ভালো-মন্দ বিচার না করেই সেটিকে ২০টি শো দেওয়া হয়, অথচ বাংলা সিনেমাকে সকাল ৯টা বা রাত ১০টার মতো অপ্রাসঙ্গিক সময়ে মাত্র একটি শো দেওয়া হয়।

‘ওয়ান শো পলিসি’ ও টলিউডের ঐক্যবদ্ধ প্রতিবাদ
অতীতেও কিছু প্রযোজনা সংস্থার ‘ওয়ান শো পলিসি’-র কারণে বাংলা ছবিকে ভুগতে হয়েছে। এই নীতি অনুযায়ী, তাদের ছবি চললে ওই প্রেক্ষাগৃহে অন্য কোনো ছবি দেখানো যাবে না। এই ধরনের একচেটিয়া নীতির বিরুদ্ধে টলিউড এবার একজোট হয়েছে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শ্রীকান্ত মোহতা, নিসপাল সিং রানে, দেব, সৃজিত মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়-সহ টলিউডের বহু বিশিষ্টজন মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে স্বাক্ষর করেছেন। তাঁদের দাবি, অবিলম্বে এই প্রবণতা বন্ধ না হলে সম্মিলিতভাবে প্রতিবাদ জানানো হবে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy