ফেলুদা নয়, এবার রহস্য সমাধানে ‘তোপসে’ আবির! আসছে অনীক দত্তের নতুন ছবি

এইবার ফেলুদাকে ছাড়াই রহস্য সমাধান করতে আসছে তোপসে। পরিচালক অনীক দত্ত তাঁর নতুন ছবি ‘যত কাণ্ড কলকাতাতেই’-এর মাধ্যমে দর্শকদের জন্য এক নতুন রহস্যের গল্প নিয়ে এসেছেন। ছবিতে তোপসে চরিত্রে অভিনয় করছেন আবির চট্টোপাধ্যায়। এই ছবিতে তোপসে শুধু ফেলুদার সহকারী নয়, বরং নিজেই একজন গোয়েন্দা। ছবিটির টিজার ইতিমধ্যেই দর্শকদের নজর কেড়েছে এবং এই বছর পূজাতে ছবিটি বড় পর্দায় মুক্তি পেতে চলেছে।

গল্পের প্রেক্ষাপট
এই ছবির গল্পে, বাংলাদেশ থেকে আসা একটি মেয়ে তার পরিবারকে খুঁজতে কলকাতায় আসে। তার হাতে একমাত্র সূত্র হিসেবে থাকে একটি হেঁয়ালি। সেই হেঁয়ালির সমাধান খুঁজতে সে তোপসে-র সাহায্য নেয়। তারা এই রহস্যের সূত্র ধরে কলকাতা থেকে দার্জিলিং এবং কার্শিয়াং পর্যন্ত যায় এবং নানা বিপদের সম্মুখীন হয়। এর পর গল্পের মোড় কোন দিকে যায়, তা দেখার জন্য অপেক্ষায় রয়েছেন দর্শকরা।

পরিচালকের ভাবনা
পরিচালক অনীক দত্ত বলেন, “ফেলুদার গল্প লেখার স্পর্ধা আমার নেই এবং কপিরাইটের নিয়মও একটি বাধা। তাই আমি তোপসেকে নিয়ে এমন কিছু লেখার কথা ভাবলাম, যার মধ্যে ফেলুদার ছায়া আছে কিন্তু তা একটু ভিন্ন।” তিনি জানান যে, সন্দীপ রায় (বাবুদা) তাঁকে এই ছবিটি বানানোর জন্য উৎসাহিত করেছিলেন। ছবির নামকরণ প্রসঙ্গে অনীক দত্ত বলেন, “আগে এর নাম ছিল ‘হেমেনবাবুর হেয়ালি’, পরে আমি এর নামকরণ করি ‘যত কাণ্ড কলকাতাতেই’। গল্পটি রহস্য, হেঁয়ালি এবং শিকড় খোঁজার এক যাত্রা।”

পুরো পরিবারের ছবি
প্রযোজক ফিরদৌসুল হাসান এই ছবিটিকে কলকাতার প্রতি তাঁর শ্রদ্ধাঞ্জলি হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, এটি এমন একটি ছবি যা পুরো পরিবারের সবাই একসঙ্গে দেখতে পারবে। তিনি আশা করেন যে দর্শকরা হলে এসে ছবিটি উপভোগ করবেন।

আবির চট্টোপাধ্যায় ছাড়াও এই ছবিতে বাংলাদেশের অভিনেত্রী নওশাবা আহমেদ, রোজা পারমিতা দে, ঋক চট্টোপাধ্যায় এবং দুলাল লাহিড়ী, মিঠু চক্রবর্তী ও রজত গঙ্গোপাধ্যায়ের মতো প্রবীণ অভিনেতারাও রয়েছেন।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy