পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় চলছে জমজমাট জগদ্ধাত্রী পুজো ও মেলা। উৎসবের এই আবহে স্থানীয় মানুষের মধ্যে উন্মাদনা আরও কয়েক গুণ বাড়িয়ে দিলেন টলিউড অভিনেত্রী রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। চন্দ্রকোনায় পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে তাঁকে দেখতে ভিড় ভেঙে পড়ল পুজো মণ্ডপে।
চন্দ্রকোনা মিলন মেলা কমিটি-র পরিচালনায় সুরের হাট মাঠের এই জগদ্ধাত্রী পুজো এবার নবম বর্ষে পদার্পণ করল। এই বিশেষ উপলক্ষে এক জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, যার কেন্দ্রবিন্দুতে ছিলেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। উদ্বোধনের পাশাপাশি, টলি অভিনেত্রীর এক ঝলক দেখার জন্য দূর-দূরান্ত থেকে ভক্ত ও অনুরাগীরা ভিড় করেন। উদ্বোধনী অনুষ্ঠানে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার সহ অন্যান্য বিশিষ্টজনেরাও উপস্থিত ছিলেন।
পুজোকে কেন্দ্র করে কয়েকটি দিন ধরে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান, যাত্রা এবং মেলা বসে, যা এলাকার মানুষের কাছে দুর্গাপূজার মতোই এক মহা উৎসব।
বাংলায় জগদ্ধাত্রী পুজোর ইতিহাস: দেবী দুর্গার আরেক রূপ জগদ্ধাত্রীকে উৎসর্গীকৃত এই পুজো বাংলার বারো মাসে তেরো পার্বণের মধ্যে অন্যতম। বাংলায় জগদ্ধাত্রী পুজোর সূচনা নিয়ে লোককথা অনুসারে, নদীয়ার কৃষ্ণনগরে রাজা কৃষ্ণচন্দ্র রায় প্রথম এই পুজোর প্রচলন করেন। যদিও কিছু ঐতিহাসিক সূত্র থেকে জানা যায়, কৃষ্ণচন্দ্রের অনেক আগে থেকেই বাংলায় এই পুজো প্রচলিত ছিল। কৃষ্ণনগর রাজবাড়ির পুজো দেখে মুগ্ধ হয়ে চন্দননগরে ফরাসি দেওয়ান ইন্দ্রনারায়ণ চৌধুরীও এই পুজো শুরু করেন বলে অনেকে মনে করেন। বর্তমানে শুধু কৃষ্ণনগর বা চন্দননগর নয়, পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার মতো নানা প্রান্তে এই উৎসব জাঁকিয়ে পালিত হচ্ছে।
চন্দ্রকোনা সুরেরহাট মিলন মেলা কমিটির এই জগদ্ধাত্রী পুজো ও মেলা স্থানীয় মানুষের মধ্যে সাংস্কৃতিক ও সামাজিক ঐক্য গড়ে তোলার এক গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে।