বলিউড অভিনেত্রী হুমা কুরেশির কাকাতো ভাই আসিফ কুরেশিকে ঠান্ডা মাথায় ষড়যন্ত্র করে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। দিল্লির নিজামুদ্দিন থানা এলাকার জঙ্গপুরা ভোগল বাজারে একটি পার্কিং লটে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে খুন করা হয়। এই ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
মৃতের স্ত্রীর অভিযোগ
আসিফের স্ত্রী অভিযোগ করে বলেন, “আমার স্বামীকে ষড়যন্ত্র করে খুন করা হয়েছে। এর আগেও অভিযুক্তদের সঙ্গে তাঁর ঝগড়া হয়েছিল। আমার স্বামী অভিযুক্তদের ভাই বলে সম্বোধন করলেও, ওরা তাঁকে গালিগালাজ করছিল।” তিনি জানান, বৃহস্পতিবার রাতে আসিফ যখন বাড়ি ফিরছিলেন, তখন তাঁদের বাড়ির গেটের সামনে স্কুটার রাখা ছিল। স্কুটার সরাতে বলায় অভিযুক্তরা আরও কয়েকজন প্রতিবেশীকে নিয়ে এসে তাঁকে প্রথমে গালিগালাজ করতে শুরু করে এবং পরে হঠাৎ করে হামলা করে। আসিফ একা থাকায় হামলার শিকার হন। আসিফের স্ত্রী এবং তাঁর দেওর দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
কী ঘটেছিল বৃহস্পতিবার রাতে?
পরিবারের আরেক সদস্য বলেন, “আসিফ যখন বাড়িতে খাবার খেতে আসে, তখন গেটের সামনে রাখা স্কুটার সরাতে বলে। এর পরই অভিযুক্তরা গালিগালাজ করতে থাকে এবং তাদের বাড়ির আরও কয়েকজন লোক আসিফকে ঘিরে ধরে। এরপর কোনো এক ধারালো অস্ত্র দিয়ে বুকের ওপর কোপ মারে।”
পুলিশের তদন্ত ও গ্রেপ্তার
দিল্লি পুলিশ জানিয়েছে, এই ঘটনায় একটি এফআইআর দায়ের করা হয়েছে। অভিযুক্তদের নাম উজ্জ্বল (১৯) এবং গৌতম (১৮)। পুলিশ দু’জনকেই গ্রেপ্তার করেছে এবং ঘটনার তদন্ত চলছে। অভিযুক্তরা কী ধরনের ধারালো অস্ত্র ব্যবহার করেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। এখন পর্যন্ত অভিনেত্রী হুমা কুরেশির পক্ষ থেকে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া আসেনি।