জিতু-শ্রাবন্তীর রসায়ন, রাহুল অরুণোদয় ব্যানার্জির খলনায়ক রূপ! আসছে সাই প্রকাশ লাহিড়ীর ‘এরাও মানুষ—দ্য সার্চ উইদিন’

পরিচালক সাই প্রকাশ লাহিড়ির (Sai Prakash Lahiri) নতুন ছবি ‘এরাও মানুষ—দ্য সার্চ উইদিন’ (Erao Manush – The Search Within) দিয়ে শুরু হতে চলেছে এক নতুন গল্প। এই গল্প শুরু হয় তিন বন্ধুর বেড়ে ওঠা নিয়ে, যাদের আশ্রয় ছিল এক অনাথ আশ্রমের চার দেওয়াল। সময়ের সাথে সাথে তাদের গন্তব্য ও আদর্শের পার্থক্য তৈরি হলেও, বন্ধুত্বের সুতোটি অটুট থাকে।

গল্পের মোড়: তিন বন্ধুর একজন হন অনুসন্ধানী সাংবাদিক (সত্যের খোঁজে), দ্বিতীয়জন হন যুক্তি ও লাভ-ক্ষতির অঙ্কে বিশ্বাসী ব্যবসায়ী, আর তৃতীয়জন গ্রামীণ হাসপাতালের চিকিৎসক (যিনি মন ও দেহ উভয়ই সারিয়ে তোলেন)।

কিন্তু একদিন হঠাৎ করেই নিখোঁজ হয়ে যান এই তিন বন্ধুর একজন। বাকি দুই বন্ধু তখন তাঁকে খুঁজতে বেরিয়ে পড়েন এবং শেষ পর্যন্ত পৌঁছন একটি মানসিক চিকিৎসাকেন্দ্রে। পরিচালক সাই প্রকাশ লাহিড়ির কথায়, “এই পৌঁছনোর পর থেকেই ছবির গল্প ঘুরে যেতে শুরু করে। দর্শক বুঝতে শুরু করবে, যাঁদের আমরা ‘পাগল’ কিংবা ‘মাথাখারাপ’ বলি, তাঁরাও মানুষ—তাঁদেরও আছে হাসি, কষ্ট, অনুভব।”

শক্তিশালী অভিনেতা সমাবেশ: ছবিতে তিন বন্ধুর চরিত্রে দেখা যাবে জীতু কমল, শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং সত্যম ভট্টাচার্যকে। শ্রাবন্তী ও জীতুর এটি দ্বিতীয় জুটি বাঁধা ছবি।

খলনায়ক: রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় হাজির হচ্ছেন সম্পূর্ণ ভিন্ন এক খলনায়কের রূপে।

অন্যান্য চরিত্রে: শান্তিলাল মুখোপাধ্যায় থাকছেন চিকিৎসকের ভূমিকায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায় নার্সের চরিত্রে, এবং বিশ্বনাথ বসু থাকছেন কমিক রিলিফ হিসেবে। চন্দন সেনকে দেখা যাবে আশ্রমের পিতৃসম অভিভাবক ‘রাখো হরি কাকা’-এর চরিত্রে।

নতুন জঁরের থ্রিলার: পরিচালক জানান, “দর্শক এখন গল্প খোঁজে। তাই তিন মাস ধরে আমি আর আমার দাদা বালাসাই লাহিড়ি এই গল্পটা ডেভেলপ করেছি। আমরা চেয়েছি এক নতুন জঁর এক্সপ্লোর করতে—ছবির প্রথম অংশটি পুরোপুরি ড্রামা, কিন্তু দ্বিতীয় অংশে গল্প রূপ নেয় হার্ডকোর থ্রিলারে।”

সঙ্গীতে আবেগ ও চমক: ছবির সুরে থাকবে আবেগের ঢেউ। সঙ্গীত পরিচালনা করেছেন বালা সাই লাহিড়ি। গান গেয়েছেন জাভেদ আলি, সুরজিৎ চট্টোপাধ্যায় ও সিধু। ছবিতে একটি মেলাকেন্দ্রিক বাউল গান গাইছেন কার্তিক দাস বাউল। শুধু তাই নয়, সেই বাউল গানে তাঁকে অভিনেত্রী দেবলীনা কুমার-এর সঙ্গে মিউজিক্যাল ভিডিওতে দেখা যাবে। আরও শোনা যাচ্ছে, ছবিতে একটি গান গাওয়ার সম্ভাবনা রয়েছে বলিউডের জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষালের।

বর্তমানে শুটিং চলছে টিটাগড় জুট মিল, বুরু্ল ও ধান্যকুড়িয়ায়। সাই বিঘ্নেশ প্রোডাকশনের ব্যানারে নির্মিত এই ছবিটি পরিচালনা করেছেন সাই প্রকাশ লাহিড়ি ও অমিত তালুকদার।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy