জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মা-র সঙ্গে অভিনেতা সালমান খানের যোগসূত্রের কারণে তাঁকে হুমকির মুখে পড়তে হচ্ছে। সম্প্রতি কানাডায় তাঁর ক্যাফেতে এক মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো হামলার ঘটনা ঘটেছে। এই হামলার দায় স্বীকার করেছে গ্যাংস্টার গোল্ডি ঢিলন। এই ঘটনার পর মুম্বাই পুলিশ কপিল শর্মার নিরাপত্তা নিয়ে চিন্তিত এবং তাঁকে নিরাপত্তা দেওয়ার পরিকল্পনা করছে।
কানাডার ক্যাফেতে দ্বিতীয়বার হামলা
বৃহস্পতিবার সকালে কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার সারেতে কপিল শর্মার ক্যাফেতে আবার গুলি চালানো হয়। গত ৩০ দিনের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার হামলার ঘটনা ঘটল। এই ঘটনায় মুম্বাই পুলিশ আরও বেশি সতর্ক হয়েছে, কারণ তাদের মনে হচ্ছে কপিলের ওপর প্রাণনাশের হুমকি ক্রমশ বাড়ছে।
প্রথম হামলার পর ক্রাইম ব্রাঞ্চ কপিল শর্মাকে জিজ্ঞাসাবাদ করেছিল যে, এই গ্যাং থেকে কোনো হুমকি বা টাকার দাবি এসেছিল কি না। কিন্তু কপিল তখন জানিয়েছিলেন, তেমন কিছু তিনি পাননি। এখন পুলিশ আশঙ্কা করছে যে, মুম্বাইতেও কপিলের ওপর হামলা হতে পারে।
গ্যাংস্টারের দায় স্বীকার ও হুমকি
হামলার কয়েক ঘণ্টা পর, গ্যাংস্টার গোল্ডি ঢিলন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে এই হামলার দায় স্বীকার করে। ভাইরাল হওয়া সেই পোস্টে গোল্ডি ঢিলন লিখেছেন, “জয় শ্রী রাম। কপিল শর্মার ক্যাপস ক্যাফেতে যে হামলা হয়েছে, তার দায় লরেন্স বিষ্ণোই গ্যাং ও আমি অর্থাৎ গোল্ডি ঢিলন নিচ্ছি। পরবর্তী পদক্ষেপ শীঘ্রই মুম্বাইতে নেওয়া হবে।” এই ঘটনার পর কপিল শর্মা বা তাঁর টিমের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া আসেনি।
ক্রাইম ব্রাঞ্চ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে যে, এই গ্যাংয়ের কেউ কপিলের বাড়ি বা শুটিং সেটের আশেপাশে কোনো রেকি করেছিল কি না। এর আগে, প্রথম হামলার দায় নিষিদ্ধ সন্ত্রাসী গোষ্ঠী বাব্বর খালসার হরজিৎ সিং স্বীকার করেছিল।