বিনোদন জগতে তারকাদের ফটোশুট নিত্যনৈমিত্তিক ঘটনা হলেও, সম্প্রতি ওপার বাংলার অভিনেত্রী সোহিনী সরকারের একটি ভিন্ন ধারার ফটোশুট নিয়ে নেটদুনিয়ায় তুমুল আলোচনা এবং বিতর্কের ঝড় উঠেছে। তার এই সাহসী এবং অপ্রচলিত লুক নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে নেটিজেনদের মধ্যে।
সোহিনী সরকার তার নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে তাকে লাল লেহেঙ্গায় দেখা যাচ্ছে। তবে সবার নজর কেড়েছে তার পোশাকের উপরের অংশ। সম্পূর্ণ উন্মুক্ত ঊর্ধ্বাঙ্গ কেবল একগুচ্ছ মালা দিয়ে ঢেকেছেন তিনি, যা এই ফটোশুটের মূল আকর্ষণ। হাতে মেহেদি, বিনুনি করা লম্বা চুলে ফুলের সাজ, সব মিলিয়ে একটি ভিন্ন এবং স্বতন্ত্র লুকে ধরা দিয়েছেন এই অভিনেত্রী।
তবে সোহিনীর এই নতুন লুক বেশিরভাগ নেটিজেনের কাছে একেবারেই ভালো লাগেনি। বরং তাকে তীব্র সমালোচনার শিকার হতে হয়েছে। ক্ষুব্ধ নেটিজেনরা বিভিন্ন মন্তব্য করে তাদের অসন্তোষ প্রকাশ করেছেন।
কেউ লিখেছেন, “আপনার হাতে কাজ না থাকলে এমন বিচিত্র মেকআপ করে অঙ্গভঙ্গি করেন কেন?” আবার অন্য একজন মন্তব্য করেছেন, “একেবারে শয়তানের দেবী লাগছে দেখতে।” অনেকে আবার দক্ষিণ ভারতীয় সিনেমার একটি নির্দিষ্ট ছবির সঙ্গে তার এই লুকের মিল খুঁজে পেয়েছেন। প্রায় উন্মুক্ত ঊর্ধ্বাঙ্গে ছবি তোলার জন্য অনেকেই অভিনেত্রীকে একহাত নিয়েছেন এবং সামাজিক মাধ্যমে এই ফটোশুট নিয়ে চলছে নানা ধরনের বিতর্ক।
উল্লেখ্য, ছোট পর্দা থেকে অভিনয় জীবন শুরু করা সোহিনী সরকার বর্তমানে ভিন্ন ধারার সিনেমা ও ওয়েব সিরিজে কাজ করে পরিচিতি পেয়েছেন। ‘শ্রীকান্ত’, ‘মন্দার’ বা সর্বশেষ ‘অথৈ’ ছবিতে তার অভিনয় দর্শকদের কাছে প্রশংসিত হয়েছে। এই সাহসী ফটোশুট তার ক্যারিয়ারে নতুন করে বিতর্ক যোগ করল।