অক্ষয়-সইফের দাম্পত্য রহস্য: ‘যা খুশি করো, বউয়ের কথা শুনো!’ পতৌদি পরিবারের ‘ঝগড়া জেতার’ টোটকা কী?

বলিউডের দুই জনপ্রিয় তারকা সইফ আলি খান ও অক্ষয় কুমার এবার একসঙ্গে এলেন এক মঞ্চে। টুইঙ্কল খান্না ও কাজলের সঞ্চালনায় সেলেব টক শো ‘টু মাচ’-এর সাম্প্রতিক পর্ব যেন ঝলমল করে উঠল এই দুই তারকার উপস্থিতিতে। হাসি-মজায়, খোলামেলা আড্ডায় উঠে এল তাঁদের ব্যক্তিগত জীবন, দাম্পত্য রহস্য, এমনকী বাবার শেখানো দাম্পত্য কলহ জিতে যাওয়ার টোটকাও!

নবাব পতৌদির ঝগড়া-রহস্য ফাঁস করলেন সইফ
আড্ডার মাঝেই সইফ আলি খান জানালেন, স্ত্রী করিনা কাপুরের সঙ্গে মতবিরোধ হলে তিনি ঠিক কী করেন। এই প্রসঙ্গে তিনি বললেন তাঁর প্রয়াত বাবা, ক্রিকেট কিংবদন্তি মনসুর আলি খান পতৌদির কথা।

সইফ বলেন, “একবার আমি বাবাকে জিজ্ঞেস করেছিলাম, মা (শর্মিলা ঠাকুর)-র সঙ্গে ঝগড়া হওয়ার সময় আপনি ঠিক কী করেন?”

বাবা হেসে বলেছিলেন:

“আমি তখন ক্রিকেটের কথা ভাবি, একটা কথাও বলি না, শুধু শোনার ভান করি।”

সইফের মুখে এহেন কথা শোনামাত্রই অক্ষয় কুমারও সহমত জানান।

অক্ষয় কুমারের ‘জল-আগুন’ টিপস
অক্ষয় কুমার নিজের স্ত্রী টুইঙ্কলের দিকে ইশারা করে বলেন, “ও আগুন, আমি জল। ও যা মনে আসে বলে দেয়, আমি শান্ত থাকি। শুধু শুনি আর বোঝার চেষ্টা করি ও কী বলতে চায়।”

এরপর দর্শক ও পৃথিবীর সমস্ত স্বামীর উদ্দেশ্যে অক্ষয়ের স্পষ্ট পরামর্শ:

“যা খুশি কর, কিন্তু বউয়ের কথা শুনো। প্রত্যেক স্বামীরই ভাল শ্রোতা হওয়া উচিত!”

‘খান’-‘কুমার’দের পেশাগত দিক
উল্লেখ্য, অক্ষয় ও সইফ আবারও একসঙ্গে আসতে চলেছেন। প্রিয়দর্শন পরিচালিত ‘হেওয়ান’ ছবিতে তাঁদের আবারও একসঙ্গে দেখা যাবে।

প্রসঙ্গত, সইফ আলি খানের বিবাহিত জীবন নিয়েও আলোচনা হয়। ২০০৭ সালে ‘টশন’ ছবির শুটিংয়ের সময় শুরু সইফ-করিনার প্রেম। ২০১২ সালে তাঁরা বিয়ে করেন। এর আগে অভিনেত্রী অমৃতা সিংয়ের সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল এবং দুই সন্তান—সারা ও ইব্রাহিম। করিনার সঙ্গেও তাঁর দুই ছেলে—তৈমুর ও জেহ।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy