শাহিদের ওপর চরম চটলেন নানা পটেকর! দেড় ঘণ্টা বসিয়ে রাখায় ট্রেলার লঞ্চ ফেলে গটগটিয়ে প্রস্থান!

বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পটেকর বরাবরই তাঁর কড়া মেজাজ এবং সময়ানুবর্তিতার জন্য পরিচিত। বুধবার ‘ও রোমিও’ ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে সেই মেজাজই দেখল বলিপাড়া। ছবির দুই মুখ্য তারকা শাহিদ কাপুর এবং তৃপ্তি দিমরি সময়মতো না আসায় বেজায় চটে অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে গেলেন নানা।

ঘটনাটি কী ঘটেছে? বুধবার দুপুর ১২টায় নির্ধারিত সময়ে ভেন্যুতে পৌঁছে যান নানা পটেকর। কিন্তু ছবির ‘রোমিও’ শাহিদ কাপুর এবং নায়িকা তৃপ্তি দিমরির কোনো পাত্তা ছিল না। ঘড়ির কাঁটা দেড়টা পেরিয়ে গেলেও তাঁদের দেখা না মেলায় ধৈর্য হারান প্রবীণ অভিনেতা। যদিও দেড়টা নাগাদ ছবির পোস্টার লঞ্চ হয়, কিন্তু ট্রেলার লঞ্চের আগেই সেখান থেকে বেরিয়ে যান বিরক্তি প্রকাশ করে।

কী বললেন পরিচালক বিশাল ভরদ্বাজ? এই বিশৃঙ্খলার পর শাহিদ কাপুর নীরব থাকলেও মুখ খুলেছেন পরিচালক বিশাল ভরদ্বাজ। তিনি নানার পক্ষ নিয়েই বলেন, “নানার আচরণে আমরা কিছু মনে করিনি। এই সময়ানুবর্তিতাই তাঁকে নানা পটেকর বানিয়েছে। মূলত আয়োজকদের ত্রুটির কারণেই তাঁকে দেড় ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে।”

‘ও রোমিও’ প্রসঙ্গে আন্ডারওয়ার্ল্ড ডন হুসেন উস্তারা এবং তাঁর প্রেমিকার গল্প নিয়ে তৈরি এই ছবি। শাহিদ-তৃপ্তি জুটি প্রথমবার পর্দায় আসতে চলেছেন আগামী ১৩ ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইনস ডের ঠিক আগে। তবে ট্রেলার লঞ্চের এই অঘটনে ছবির প্রচারের শুরুতেই বেশ বিতর্ক তৈরি হলো।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy