‘বহু দিন ধরেই অপেক্ষায় ছিলাম’, সন্তানের আগমন নিয়ে আবেগপ্রবণ ভিকি কৌশল, কখন ভূমিষ্ঠ হবেন ক্যাটরিনা?

গত মাসেই বলিপাড়ায় চলা গুঞ্জনকে সত্যি করে দিয়ে ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল ঘোষণা করেছিলেন যে তাঁরা বাবা-মা হতে চলেছেন। এবার বাবা হওয়ার উত্তেজনা আর ধরে রাখতে না পেরে সংবাদমাধ্যমের কাছে নিজের সমস্ত প্ল্যানিং ফাঁস করে দিলেন ভিকি। স্পষ্টই জানালেন, এই সময়ের জন্য তাঁরা দীর্ঘ দিন ধরেই অপেক্ষা করছিলেন।

২০২১ সালের ডিসেম্বরে কঠোর নিরাপত্তা ও গোপনীয়তা বজায় রেখে জমজমাট বিয়ের অনুষ্ঠানে সাত পাকে বাঁধা পড়েছিলেন ক্যাটরিনা ও ভিকি। এবার তাঁদের জীবনে আসছে নতুন সদস্য।

বাবা হওয়ার প্ল্যান ফাঁস করলেন ভিকি
সম্প্রতি এক সাক্ষাৎকারে ভিকি কৌশল তাঁর জীবনের এই নতুন অধ্যায় নিয়ে কথা বলতে গিয়ে আবেগে ভেসে যান। তিনি বলেন, “সন্তানের বাবা হওয়া এটা খুব বড় আশীর্বাদ। জীবনকে পূর্ণতা দেয়। আমি আর ক্যাটরিনা এই সময়ের জন্য অনেকদিন ধরেই অপেক্ষা করছিলাম। তবে এবার সময় এসে গিয়েছে।”

নিজের উত্তেজনা প্রকাশ করে অভিনেতা আরও বলেন, “এবার আমি শুধু অপেক্ষা করছি, কখন আমাদের ভালবাসার চিহ্ন আমার কোলে জায়গা করে নেবে। প্রচুর প্ল্যানিং রয়েছে।”

তবে সবচেয়ে বড় খবরটি তিনি ফাঁস করেন এর পরেই। ভিকি বলেন, “আমি তো ঠিক করেই ফেলেছি। সন্তান ভূমিষ্ঠ হলে ওর সঙ্গে চব্বিশঘণ্টা কাটাব। অভিনয় থেকে লম্বা বিরতি নেব। সারাক্ষণ বাড়িতেই থাকব!”

জানা গিয়েছে, অক্টোবরের শেষে বা নভেম্বরের শুরুতেই মা হবেন ক্যাটরিনা। সেই কারণেই এখন তিনি লোকচক্ষুর আড়ালে রয়েছেন। ভিকি ও ক্যাটরিনার এই নতুন পথচলায় শুভেচ্ছার বন্যা বইছে বলিপাড়ায়।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy