জ্যোতিষশাস্ত্রে গ্রহের নক্ষত্র পরিবর্তন এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। আর সেই গ্রহ যদি হয় স্বয়ং গ্রহরাজ সূর্য, তবে তার প্রভাব হয় সুদূরপ্রসারী। ২০২৬ সালের একেবারে প্রথম দিনেই এক বিরল মহাজাগতিক সংযোগ ঘটতে চলেছে। ১ জানুয়ারি, ২০২৬, বৃহস্পতিবার দুপুর ১:০৮ মিনিটে সূর্যদেব শুক্রের নক্ষত্র পূর্বাষাঢ়ার দ্বিতীয় পদে প্রবেশ করবেন।
পিতা, খ্যাতি এবং আত্মবিশ্বাসের কারক সূর্যের এই চলন ৪টি রাশির জাতকদের জন্য সৌভাগ্যের দরজা খুলে দিতে চলেছে। দেখে নিন তালিকায় আপনার রাশি আছে কি না:
বৃষ রাশি: সূর্যের এই গোচর বৃষ রাশির জাতকদের জন্য আয়ের নতুন উৎস তৈরি করবে। কর্মক্ষেত্রে আপনার আটকে থাকা পদোন্নতি বা টাকা এবার হাতে আসতে পারে। বিশেষ করে ব্যবসায়ীরা বড় কোনো বিনিয়োগের পরিকল্পনা করলে এই সময়ে সাফল্য পাওয়ার সম্ভাবনা প্রবল। সহকর্মীদের সাহায্য আপনার কাজের গতি বাড়িয়ে দেবে।
কর্কট রাশি: কর্কট রাশির জাতকদের জন্য নতুন বছরের শুরুটা হবে স্বপ্নের মতো। কর্মপ্রার্থীদের জন্য বড় কোনো চাকরির সুযোগ আসতে পারে। পারিবারিক ক্ষেত্রে বিশেষ করে বাবার সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। সাহসিকতার সাথে নেওয়া যেকোনো সিদ্ধান্ত আপনাকে সাফল্যের চূড়ায় পৌঁছে দেবে।
সিংহ রাশি: রাশির অধিপতি সূর্যের এই চলনে সিংহের জাতকদের আত্মবিশ্বাস কয়েকগুণ বেড়ে যাবে। সৃজনশীল কাজে যুক্ত ব্যক্তিরা বিশেষ প্রশংসা পাবেন। দীর্ঘদিনের কোনো আর্থিক সমস্যা মিটে গিয়ে অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তির যোগ রয়েছে এই সময়ে।
মীন রাশি: মীন রাশির জাতকদের জন্য এই নক্ষত্র পরিবর্তন অত্যন্ত শুভ। পরিবারে সুখ-শান্তি বজায় থাকার পাশাপাশি প্রেম জীবনেও গভীরতা বাড়বে। কাঙ্ক্ষিত কোনো ইচ্ছা এই সময়ে পূরণ হতে পারে। দীর্ঘ প্রতীক্ষিত কোনো সুসংবাদ আপনার দরজায় কড়া নাড়তে পারে।