বুধবার ইম্পা অফিসে এক চাঁদের হাট বসেছিল। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে সংবর্ধনা জানাতে উপস্থিত ছিলেন জিৎ, দেব, ঋতুপর্ণা সেনগুপ্ত, বনি সেনগুপ্ত সহ টলিউডের একঝাঁক তারকা। উত্তরীয়, পুষ্পস্তবক এবং মিষ্টি দিয়ে বুম্বাদাকে বরণ করে নেওয়া হয়। এদিন জিৎ ও প্রসেনজিতের আলিঙ্গনের মুহূর্তটি ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ।
১৯৬৮ সালে শিশুশিল্পী হিসেবে যাত্রা শুরু করে দীর্ঘ ৪৮ বছর ধরে বাংলা সিনেমাকে আগলে রেখেছেন তিনি। সংবর্ধনা পেয়ে আবেগপ্রবণ প্রসেনজিৎ বলেন, “আমার পরিচালক, প্রযোজক, নায়িকা এবং টেকনিশিয়ানরা মিলে আমাকে তৈরি করেছেন বলেই আজ এই সম্মান পেয়েছি। সারাজীবন বাংলা ছবি নিয়ে লড়াই করেছি, আজ যখন সারা ভারত বাংলা ছবি নিয়ে কথা বলে, তখন খুব ভালো লাগে।” দেব এদিন নিজের ছবির ক্যালেন্ডার নিয়ে কথা বললেও প্রসেনজিতের সম্মান প্রাপ্তিকেই অনুষ্ঠানের মূল কেন্দ্রবিন্দু হিসেবে তুলে ধরেন।