ল্যাপটপে আর অ্যাপ লাগবে না! সরাসরি ব্রাউজার থেকেই করা যাবে হোয়াটসঅ্যাপ কল, আসছে ধামাকা ফিচার!

ডেস্কটপ বা ল্যাপটপে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সুখবর! এবার আর ভিডিও বা অডিও কল করার জন্য আলাদা করে অ্যাপ ডাউনলোড করার ঝক্কি পোহাতে হবে না। সরাসরি ওয়েব ব্রাউজার থেকেই মিলবে কলিং ফিচার। মেটার মালিকানাধীন এই চ্যাটিং প্ল্যাটফর্মটি বর্তমানে তাদের ওয়েব ভার্সনের জন্য নতুন কিছু ফিচারের পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে।

কী কী সুবিধা মিলবে? এতদিন হোয়াটসঅ্যাপ ওয়েব ভার্সনে চ্যাটিং করা গেলেও ভিডিও বা ভয়েস কলের কোনো সরাসরি সুবিধা ছিল না। নতুন এই আপডেট এলে ব্যবহারকারীরা পাবেন একগুচ্ছ নতুন সুযোগ:

  • সরাসরি কলিং: মোবাইল বা ডেস্কটপ অ্যাপ ছাড়াই সরাসরি ব্রাউজার থেকে কল করা যাবে।

  • গ্রুপ কল লিঙ্ক: গ্রুপ কলের জন্য লিঙ্ক তৈরি করে অন্যদের আমন্ত্রণ জানানো যাবে।

  • নোটিফিকেশন কন্ট্রোল: মোবাইলে আসা কলের নোটিফিকেশন ডেস্কটপ থেকেই নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

  • অ্যাডভান্সড ফিচার: কল সিডিউলিং, কল রিমাইন্ডার এবং সুবিধামতো গ্রুপ কলে যোগ দেওয়ার মতো একাধিক জরুরি ফিচারও যুক্ত হতে চলেছে।

কবে নাগাদ আসবে এই ফিচার? হোয়াটসঅ্যাপের খুঁটিনাটি খবরের নির্ভরযোগ্য সূত্র ‘WABetaInfo’ এই তথ্য সামনে এনেছে। বর্তমানে এই ফিচারগুলো বিটা টেস্টিং (Beta Testing) স্তরে রয়েছে। যদিও মেটা বা হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে কোনো নির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করা হয়নি, তবে আশা করা হচ্ছে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সাধারণ ব্যবহারকারীদের জন্য এই সুবিধা চালু হয়ে যাবে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy