২০২৬-এর বিধানসভা নির্বাচন এখন কার্যত দোরগোড়ায়। আর ভোটের লড়াই শুরুর আগেই সরকারি পরিষেবাকে মানুষের দুয়ারে নিখুঁতভাবে পৌঁছে দিতে কোমর বেঁধে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নবান্নে জেলাশাসকদের নিয়ে একটি হাই-প্রোফাইল বৈঠক করেন তিনি। প্রায় ২০ থেকে ২৫ মিনিটের সেই সংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ বৈঠকে মুখ্যমন্ত্রী তিনটি বিশেষ প্রকল্পকে ‘পাখির চোখ’ করার নির্দেশ দিয়েছেন। নবান্ন সূত্রে খবর, মমতার ত্ৰিশূল কৌশলের তিন হাতিয়ার হলো— ‘বাংলার বাড়ি’, ‘পথশ্রী’ এবং ‘আমাদের পাড়া-আমাদের সমাধান’।
মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নির্বাচন বিধি কার্যকর হওয়ার আগে কোনোভাবেই প্রকল্পের কাজে ঢিলেমি দেওয়া চলবে না। বিশেষ করে ‘আমাদের পাড়া-আমাদের সমাধান’ শিবিরে পানীয় জল নিয়ে যে সমস্ত অভিযোগ আসছে, তা দ্রুত মেটানোর কড়া নির্দেশ দিয়েছেন তিনি। জেলাশাসকদের প্রতি তাঁর বার্তা— অভিযোগ পাওয়া মাত্রই ব্যবস্থা নিতে হবে, ফাইল আটকে রাখা চলবে না।
একইভাবে ‘বাংলার বাড়ি’ প্রকল্পে যাতে যোগ্য ব্যক্তিরাই ঘর পান এবং টাকা পেতে তাঁদের কোনো হয়রানি না হয়, সেদিকেও নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। রাস্তার বেহাল দশা নিয়ে অনেক জায়গাতেই জনরোষ রয়েছে, তাই ‘পথশ্রী’ প্রকল্পের অধীনে দ্রুত রাস্তা মেরামতের কাজ শেষ করতে বলা হয়েছে। যেহেতু ভোট ঘোষণা হয়ে গেলে নতুন করে অর্থ বরাদ্দ বা কাজ শুরু করা যাবে না, তাই সময় নষ্ট না করে জেলাশাসকদের বাড়তি তৎপর হওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই বৈঠকের পর এটা স্পষ্ট যে, আসন্ন বিধানসভা ভোটের বৈতরণী পার করতে মমতা বন্দ্যোপাধ্যায় মূলত উন্নয়ন ও জনপরিষেবাকেই তুরুপের তাস করছেন।