আপনি কি প্রায়ই গাড়ি নিয়ে জাতীয় সড়কে (National Highway) যাতায়াত করেন? তবে ১ এপ্রিল থেকে আপনার জন্য অপেক্ষা করছে বড় বদল। টোল প্লাজায় খুচরো টাকার ঝামেলা মেটাতে এবং যানজটমুক্ত যাতায়াত নিশ্চিত করতে এক বৈপ্লবিক পদক্ষেপ নিচ্ছে কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রক। আগামী ১ এপ্রিল থেকে দেশের সমস্ত টোল প্লাজায় নগদ লেনদেন (Cash Transaction) পুরোপুরি নিষিদ্ধ করার জোর প্রস্তুতি চলছে।
কেন এই কড়া সিদ্ধান্ত? কেন্দ্রীয় মন্ত্রক সূত্রে খবর, টোল প্লাজায় ক্যাশ বা নগদ টাকা আদান-প্রদান করতে গিয়ে অনেকটা সময় নষ্ট হয়, যা হাইওয়েতে দীর্ঘ যানজট সৃষ্টি করে। এই জট কাটাতে এবং স্বচ্ছতা আনতেই ডিজিটাল লেনদেন বাধ্যতামূলক করা হচ্ছে।
নতুন নিয়মে কী কী বদল আসছে?
-
শুধুমাত্র ডিজিটাল পেমেন্ট: এপ্রিল থেকে টোল ট্যাক্স দিতে হবে শুধুমাত্র ফাসট্যাগ (FASTag) অথবা ইউপিআই (UPI)-এর মাধ্যমে।
-
থামবে না গাড়ি: আন্তর্জাতিক মানের প্রযুক্তি ব্যবহার করে ‘মাল্টি-লেন ফ্রি ফ্লো’ ব্যবস্থা আনা হচ্ছে। এর ফলে গাড়িগুলিকে ব্যারিয়ারের সামনে আর দাঁড়াতে হবে না, স্বাভাবিক গতিতে চললেই টোল এলাকা থেকে স্বয়ংক্রিয়ভাবে টাকা কেটে নেওয়া হবে।
-
জরিমানার ভয়: যদি কোনো গাড়িতে সক্রিয় ফাসট্যাগ না থাকে বা ডিজিটাল পেমেন্টে অক্ষম হয়, তবে সেই যানবাহনকে জরিমানার মুখে পড়তে হতে পারে।
যাত্রীদের জন্য জরুরি পরামর্শ: ১ এপ্রিলের আগেই আপনার গাড়ির ফাসট্যাগ অ্যাকাউন্টটি সক্রিয় আছে কি না এবং তাতে পর্যাপ্ত ব্যালান্স আছে কি না তা যাচাই করে নিন। পাশাপাশি স্মার্টফোনে ইউপিআই পেমেন্ট ব্যবস্থা প্রস্তুত রাখুন। এই নয়া ব্যবস্থায় একদিকে যেমন জ্বালানি সাশ্রয় হবে, তেমনই টোল এলাকায় বারবার গাড়ি থামানোর হয়রানি থেকেও মুক্তি মিলবে।
ইতিমধ্যেই দেশের ২৫টি টোল প্লাজায় এই ‘নো-স্টপ’ ব্যবস্থার পাইলট প্রকল্প সফলভাবে চলছে। খুব শীঘ্রই কেন্দ্রীয় সরকার এই বিষয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করবে বলে জানা গিয়েছে।