বর্তমান সময়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে সরকারি প্রকল্পের সুবিধা নেওয়া— সবক্ষেত্রেই আধার কার্ড (Aadhaar Card) অপরিহার্য। কিন্তু অনেক সময় দেখা যায় আধারের ওটিপি (OTP) আপনার ফোনে আসছে না, যার ফলে আটকে যাচ্ছে জরুরি কাজ। আপনার আধার কার্ডের সাথে সঠিক মোবাইল নম্বর বা ইমেল আইডি লিঙ্ক করা আছে কি না, তা নিয়ে কি আপনি নিশ্চিত?
সাধারণ মানুষের এই সমস্যা সমাধানে আধার কার্ডের নিয়ামক সংস্থা ইউআইডিএআই (UIDAI) তাদের পোর্টালে যুক্ত করেছে এক বিশেষ সুবিধা। এখন কোনো ওটিপি ছাড়াই আপনি যাচাই করে নিতে পারবেন আপনার আধারে কোন নম্বরটি দেওয়া রয়েছে।
কেন এই কাজ করা জরুরি? আধারের সাথে মোবাইল নম্বর বা ইমেল লিঙ্ক না থাকলে আপনি অনলাইনে আধার আপডেট, ই-আধার ডাউনলোড বা ওটিপি ভিত্তিক কোনো পরিষেবা ব্যবহার করতে পারবেন না। অনেক সময় পুরনো নম্বর বন্ধ হয়ে যাওয়ায় ওটিপি পেতে সমস্যা হয়। নতুন এই ফিচারের মাধ্যমে আপনি সহজেই নিশ্চিত হতে পারবেন আপনার বর্তমান নম্বরটি আধারে নথিভুক্ত আছে কি না।
কীভাবে ঘরে বসেই চেক করবেন? (ধাপে ধাপে পদ্ধতি)
১. প্রথমে আধারের অফিসিয়াল পোর্টাল myaadhaar.uidai.gov.in-এ যান। ২. হোমপেজে থাকা ‘Verify Email/Mobile Number’ অপশনটিতে ক্লিক করুন। ৩. এবার আপনার ১২ ডিজিটের আধার নম্বর বসান। ৪. যে মোবাইল নম্বরটি আপনি চেক করতে চান, সেটি টাইপ করুন এবং ক্যাপচা কোডটি দিন। ৫. এরপর ‘Send OTP’-তে ক্লিক করুন। যদি আপনার দেওয়া নম্বরটি আধারের সাথে আগে থেকেই লিঙ্ক থাকে, তবে স্ক্রিনে একটি পপ-আপ মেসেজ আসবে— “The mobile number you have entered is already verified with our records”। ৬. আর যদি লিঙ্ক না থাকে, তবে মেসেজ আসবে যে আপনার দেওয়া নম্বরটি আধার রেকর্ডের সাথে মিলছে না।
লিঙ্ক না থাকলে কী করবেন? মনে রাখবেন, আধারে নতুন মোবাইল নম্বর লিঙ্ক বা পুরনো নম্বর বদলানোর কোনো অনলাইন পদ্ধতি নেই। এর জন্য আপনাকে নিকটস্থ আধার এনরোলমেন্ট সেন্টারে (Aadhaar Seva Kendra) সশরীরে যেতে হবে। সেখানে বায়োমেট্রিক ভেরিফিকেশনের মাধ্যমেই নম্বর আপডেট করা সম্ভব।