আদালতের বিশৃঙ্খলা নিয়ে নাছোড়বান্দা বিচারপতি, সুপ্রিম কোর্টে যা বললেন সিব্বল জানলে চমকে যাবেন!

আইপ্যাক (I-PAC) দপ্তরে ইডি তল্লাশিকে কেন্দ্র করে রাজ্য বনাম কেন্দ্র সংঘাত এবার সুপ্রিম কোর্টে এক নতুন মোড় নিল। কলকাতা হাইকোর্টের এজলাসে গত ৯ জানুয়ারি যে নজিরবিহীন হট্টগোল ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল, তা নিয়ে বৃহস্পতিবার তীব্র উদ্বেগ প্রকাশ করল দেশের সর্বোচ্চ আদালত। খোদ বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের প্রশ্ন, “হাইকোর্ট কি যন্তর মন্তর?”

সিব্বলের স্বীকারোক্তি: এদিন সুপ্রিম কোর্টে মামলার শুনানি চলাকালীন কলকাতা হাইকোর্টের বিশৃঙ্খলার প্রসঙ্গটি উঠে আসে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কপিল সিব্বল আদালতে কার্যত মেনেই নেন যে, সেদিন এজলাসে ভিড় এবং হট্টগোল এতটাই বেশি ছিল যে বিচারপ্রক্রিয়া চালানো অসম্ভব হয়ে পড়েছিল। সিব্বলের এই স্বীকারোক্তি রাজ্য সরকারের জন্য বড়সড় অস্বস্তির কারণ হয়ে দাঁড়াল বলে মনে করছেন আইনজীবীদের একাংশ।

বিচারপতির কড়া মন্তব্য: গত ৯ জানুয়ারি বিশৃঙ্খলার জেরে এজলাস ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিলেন বিচারপতি শুভ্রা ঘোষ। সেই ঘটনার কথা শুনে বিচারপতি পি কে মিশ্র ক্ষোভ প্রকাশ করে বলেন, “হাইকোর্টে যা হয়েছে, তাতে আমরা খুবই উদ্বিগ্ন (We are very disturbed)।” আদালতের পরিবেশ যে কোনোভাবেই রাজনৈতিক আন্দোলনের জায়গায় পরিণত হতে পারে না, সেই বার্তাই এদিন কড়া ভাষায় দিয়েছেন বিচারপতি।

প্রেক্ষাপট: উল্লেখ্য, আইপ্যাক দপ্তরে ইডি তল্লাশির সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি এবং তদন্তে বাধা দেওয়ার অভিযোগে মামলাটি এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন। হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে সেই মামলার শুনানির সময় শাসক ও বিরোধী শিবিরের আইনজীবীদের মধ্যে ব্যাপক ধস্তাধস্তি ও চিৎকার-চেঁচামেচি হয়। সর্বোচ্চ আদালতের আজকের পর্যবেক্ষণ অনুযায়ী, বিচারব্যবস্থার গরিমা রক্ষায় আগামী দিনে আরও কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy