বিস্ফোরক সাবধানবাণী! মোবাইল চার্জে দেওয়ার আগে এই ভুল করলেই বিপদ, এখনই জেনে নিন সঠিক নিয়ম

বর্তমান যুগে স্মার্টফোন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু অজান্তেই আমাদের কিছু ছোট ভুল সাধের ফোনটির আয়ু কমিয়ে দিচ্ছে। বিশেষ করে চার্জ দেওয়ার সময় অসতর্কতার কারণে ব্যাটারি দ্রুত নষ্ট হওয়া থেকে শুরু করে বড় ধরনের দুর্ঘটনা বা বিস্ফোরণ পর্যন্ত ঘটতে পারে। আপনার স্মার্টফোনটিকে সুরক্ষিত রাখতে চার্জে দেওয়ার আগে অবশ্যই নিচের সতর্কতাগুলো মেনে চলুন:

১. অরিজিনাল চার্জার ব্যবহার করুন সবসময় ফোনের সাথে পাওয়া আসল চার্জার বা সংশ্লিষ্ট ব্র্যান্ডের অনুমোদিত চার্জার ব্যবহার করার চেষ্টা করুন। সস্তা বা লোকাল চার্জার ফোনের ব্যাটারির ভোল্টেজের ক্ষতি করে, যা দীর্ঘমেয়াদে ফোনকে স্লো করে দেয়।

২. কেস বা কভার খুলে রাখা চার্জ দেওয়ার সময় ফোন স্বাভাবিকভাবেই কিছুটা গরম হয়। ফোনের পেছনে মোটা কভার বা কেস লাগানো থাকলে সেই তাপ বের হতে পারে না। এর ফলে ব্যাটারি অতিরিক্ত উত্তপ্ত হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। তাই চার্জে বসানোর আগে কভারটি খুলে রাখা বুদ্ধিমানের কাজ।

৩. সারারাত চার্জ দেওয়ার অভ্যাস ত্যাগ করুন অনেকেই রাতে ঘুমানোর সময় ফোন চার্জে দিয়ে রাখেন। আধুনিক ফোনে ‘অটো কাট’ সুবিধা থাকলেও, সারারাত প্লাগ-ইন করে রাখা ব্যাটারির স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ব্যাটারি ৮০-৯০ শতাংশ পূর্ণ হলেই চার্জার খুলে ফেলা উচিত।

৪. চার্জিং অবস্থায় ফোন ব্যবহার করবেন না এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম। চার্জে থাকা অবস্থায় গেম খেলা, কথা বলা বা সোশ্যাল মিডিয়া স্ক্রল করলে প্রসেসরের ওপর দ্বিগুণ চাপ পড়ে। এতে ফোন অতিরিক্ত গরম হয়ে ব্যাটারি ব্লাস্ট হওয়ার সম্ভাবনা থাকে।

৫. ২০ শতাংশের নিচে নামার আগেই চার্জ দিন ব্যাটারি একদম শূন্য বা ০ শতাংশ হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন না। সাধারণত চার্জ ২০ শতাংশে নেমে এলেই চার্জে বসানো উচিত। ব্যাটারি সম্পূর্ণ ড্রেন আউট হয়ে গেলে তার রিচার্জিং ক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে।

বিশেষজ্ঞের পরামর্শ: ফোন চার্জ দেওয়ার সময় সবসময় সমতল এবং শক্ত জায়গায় রাখুন। বালিশ বা বিছানার ওপর ফোন রেখে চার্জ দেবেন না, কারণ এতে তাপ সঞ্চালিত হতে পারে না যা আগুনের উৎস হতে পারে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy