২০২৫-এর পর্দা নামতেই দুয়ারে কড়া নাড়ছে ২০২৬। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, নতুন এই বছরটি একাধিক রাশির জীবনে বড় ধরনের ওলটপালট নিয়ে আসতে চলেছে। ২০২৬ সালের জুনে দেবগুরু বৃহস্পতি মিথুন রাশি ত্যাগ করে নিজের উচ্চ রাশি কর্কটে প্রবেশ করবেন। এরপর অক্টোবরে ফের স্থান পরিবর্তন করে সিংহ রাশিতে পা রাখবেন তিনি। অন্যদিকে, কর্মফলের দেবতা শনি অবস্থান করবেন মীন রাশিতেই। রাহুর অবস্থান হবে কুম্ভে। গ্রহ-নক্ষত্রের এই মহাজাগতিক খেলা কোন রাশির জীবনে কতটা প্রভাব ফেলবে, দেখে নিন বিস্তারিত:
মেষ রাশি: নেতৃত্বের ক্ষমতা বাড়বে। ক্যারিয়ারে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা। বছরের শুরু থেকেই নতুন সুযোগ আপনার দরজায় কড়া নাড়বে।
বৃষ রাশি: আত্মবিশ্বাস ও স্পষ্ট চিন্তাভাবনা আপনাকে অন্য উচ্চতায় নিয়ে যাবে। ভবিষ্যতের জন্য বড় কোনো পরিকল্পনা সফল হতে পারে। বছরটি বেশ স্থিতিশীল থাকবে।
মিথুন রাশি: পরিবর্তনের বছর। নতুন নতুন চ্যালেঞ্জ এলেও আপনি বুদ্ধিমত্তার সঙ্গে তা মোকাবিলা করতে পারবেন। ইতিবাচক উন্নতির যোগ স্পষ্ট।
কর্কট রাশি: ২০২৬ আপনার জন্য ‘গোল্ডেন ইয়ার’। জুনে বৃহস্পতির গোচর ভাগ্যের চাকা ঘুরিয়ে দেবে। ব্যবসায় লাভ ও আটকে থাকা কাজ দ্রুত সম্পন্ন হবে। তবে শরীরের ব্যথার বিষয়ে সতর্ক থাকতে হবে।
সিংহ রাশি: রাশির অধিপতি সূর্যের প্রভাবে সাফল্যের চূড়ায় পৌঁছাবেন। যদিও শনির ঢাইয়া চলায় জীবনে কিছু বড় বদল আসতে পারে। আর্থিক উন্নতি নিশ্চিত।
কন্যা রাশি: চাকরিতে পদোন্নতি ও নতুন কর্মসংস্থানের যোগ প্রবল। জুনের পর নতুন ব্যবসায়িক চুক্তি হতে পারে। পৈতৃক সম্পত্তি থেকে লাভের মুখ দেখবেন।
তুলা রাশি: ক্যারিয়ারে দুর্দান্ত গতি আসবে। আয় বাড়লেও সম্পত্তি নিয়ে সাবধানে বিনিয়োগ করতে হবে। স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়া জরুরি।
বৃশ্চিক রাশি: রাহু ও বৃহস্পতির প্রভাবে হঠাৎ অর্থপ্রাপ্তি হতে পারে। আটকে থাকা টাকা ফেরত পাবেন। ২ জুন থেকে ৩১ অক্টোবরের মধ্যে কর্মক্ষেত্রে বড় দায়িত্ব লাভের যোগ রয়েছে।
ধনু রাশি: বছরের শুরুতে কিছু চ্যালেঞ্জ থাকলেও ফেব্রুয়ারির পর পরিস্থিতি বদলাতে শুরু করবে। বছরের শেষভাগে কাঙ্ক্ষিত সাফল্য পাবেন।
মকর রাশি: মিশ্র ফলদায়ী বছর। ভুল সঙ্গ এড়িয়ে চললে সৃজনশীল কাজে বড় সাফল্য পাবেন। জুনের পর পদোন্নতি ও ব্যবসায় লাভের যোগ রয়েছে।
কুম্ভ রাশি: আর্থিক লাভের বছর। আটকে থাকা কাজ শেষ হবে ও আয়ের নতুন উৎস তৈরি হবে। তবে বছরের মাঝামাঝি খরচ নিয়ন্ত্রণে রাখার পরামর্শ দিচ্ছেন জ্যোতিষীরা।
মীন রাশি: আয়ের নতুন পথ খুলে যাবে। পুরনো বিনিয়োগ থেকে বড় অঙ্কের মুনাফা পাবেন। জুনের পর বেতন বৃদ্ধি বা নতুন কোনো সাফল্যের খবর আসতে পারে। ব্যবসায় বড় ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকুন।