“ভোটের আগেই মাস্টারস্ট্রোক!”-বাংলার জন্য দেশের প্রথম ‘বন্দে ভারত স্লিপার’ ঘোষণা মোদী সরকারের

নতুন বছর ২০২৬-এর শুরুতেই পশ্চিমবঙ্গ ও অসমের রেলযাত্রীদের জন্য বড় উপহার দিল কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘোষণা করেছেন যে, ভারতের প্রথম ‘বন্দে ভারত স্লিপার’ ট্রেনটি চালু হতে চলেছে কলকাতা ও গুয়াহাটির মধ্যে। বিধানসভা নির্বাচনের দামামা বাজার আগেই দুই রাজ্যকে এক সুতোয় গেঁথে দেওয়ার এই বড় সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই এই রুটে ট্রেনের সফল ট্রায়াল সম্পন্ন হয়েছে এবং আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যেই (সম্ভবত ১৮-১৯ জানুয়ারি) প্রধানমন্ত্রী এই পরিষেবার উদ্বোধন করবেন।

ভাড়ার তালিকা ও সুবিধা: রেলমন্ত্রী জানিয়েছেন, দীর্ঘ দূরত্বের এই অত্যাধুনিক ট্রেনের ভাড়া বিমান ভাড়ার তুলনায় অনেক কম হবে। থার্ড এসি-তে খাবার-সহ ভাড়া হবে প্রায় ২,৩০০ টাকা। সেকেন্ড এসি-র জন্য দিতে হবে ৩,০০০ টাকা এবং ফার্স্ট এসি-র ভাড়া রাখা হয়েছে ৩,৬০০ টাকা। ১৬ কোচের এই ট্রেনে মোট ৮২৩ জন যাত্রী যাতায়াত করতে পারবেন। এতে থাকছে স্বয়ংক্রিয় দরজা, ভ্যাকুয়াম টয়লেট, এবং আধুনিক সাসপেনশন সিস্টেম।

মেনুতেও চমক: যাত্রীদের স্বাদের কথা মাথায় রেখে এই ট্রেনে বাংলার পাশাপাশি অসমের ঐতিহ্যবাহী খাবারও পরিবেশন করা হবে। কলকাতা থেকে গুয়াহাটি যাওয়ার পথে মিলবে খাঁটি বাঙালি পদ, আবার গুয়াহাটি থেকে ফেরার পথে যাত্রীরা চেখে দেখতে পারবেন অসমীয়া খাবার। ১,০০০ থেকে ১,৫০০ কিলোমিটার দূরত্বের এই ট্রেনটি সর্বোচ্চ ১৬০ থেকে ১৮০ কিলোমিটার গতিতে ছুটতে সক্ষম। রাজনৈতিক মহলের মতে, দুই রাজ্যের নির্বাচনকে মাথায় রেখেই রেল পরিষেবায় এই বড় উপহার দিলেন প্রধানমন্ত্রী।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy