নতুন বছরের প্রথম দিনেই এক ভয়াবহ বিস্ফোরণের সাক্ষী থাকল সুইৎজারল্যান্ড। নববর্ষ উদযাপনের আনন্দে যখন মেতে ছিলেন পর্যটকরা, ঠিক তখনই এক বিলাসবহুল বারে ঘটে গেল প্রাণঘাতী এই দুর্ঘটনা। পুলিশের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, দক্ষিণ-পশ্চিম সুইৎজারল্যান্ডের ভ্যালাইস ক্যান্টনের জনপ্রিয় স্কাই রিসর্ট টাউন ‘ক্রান্স মোন্টানা’র ‘লে কন্স্টেলেশন’ নামে একটি বারে এই বিস্ফোরণটি ঘটে। ঘটনায় একাধিক ব্যক্তির মৃত্যু হয়েছে এবং বহু পর্যটক গুরুতর আহত বলে খবর।
পুলিশ জানায়, বুধবার রাত দেড়টা নাগাদ যখন বারে নিউ ইয়ার্স ইভের পার্টি মধ্যগগনে ছিল, তখনই বিকট শব্দে বিস্ফোরণটি হয়। মুহূর্তের মধ্যে বারটিতে দাউদাউ করে আগুন ধরে যায়। আগুনের লেলিহান শিখায় অগ্নিদগ্ধ হন অসংখ্য মানুষ। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে (যার সত্যতা যাচাই করা হয়নি) দেখা গিয়েছে, বারটি থেকে বিশাল আগুনের কুণ্ডলী বেরিয়ে আসছে। বহু মানুষ প্রাণের ভয়ে এদিক-সেদিক ছোটাছুটি করছেন।
ভ্যালাইস ক্যান্টন পুলিশের মুখপাত্র গায়েতান ল্যাথিয়ন জানিয়েছেন, “বিস্ফোরণের কারণ এখনও স্পষ্ট নয়। অনেক মানুষ প্রাণ হারিয়েছেন এবং আহতের সংখ্যাও অনেক। পর্যটকদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় এই বারে তখন তিল ধারণের জায়গা ছিল না।” সুইৎজারল্যান্ড বর্তমানে তীব্র খরার কবলে রয়েছে এবং পার্শ্ববর্তী কনসার্ট চত্বরে বাজি ফাটানোর কারণে এই বিস্ফোরণ কি না, তা খতিয়ে দেখছে প্রশাসন। তবে এটি কোনও জঙ্গি হামলা বা আত্মঘাতী বিস্ফোরণ কি না, সেই আশঙ্কাও এখনই উড়িয়ে দিচ্ছে না সুইস গোয়েন্দা বিভাগ। উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছে। এই ঘটনায় গোটা সুইৎজারল্যান্ডে এখন শোকের ছায়া।