২০২৬ সালের প্রথম দিনেই কোটি কোটি বিনিয়োগকারীর জন্য স্বস্তির খবর নিয়ে এল কেন্দ্রীয় সরকার। পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF), সুকন্যা সমৃদ্ধি যোজনা এবং ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC)-সহ সমস্ত জনপ্রিয় ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদের হারে কোনও বদল না করার সিদ্ধান্ত নিয়েছে অর্থ মন্ত্রক। অর্থাৎ, ১ জানুয়ারি থেকে ৩১ মার্চ, ২০২৬ পর্যন্ত আগের মতোই আকর্ষণীয় সুদ পাবেন সাধারণ মানুষ। উল্লেখ্য, এই নিয়ে টানা সাতটি ত্রৈমাসিকে সুদের হার অপরিবর্তিত রাখল মোদী সরকার।
কোন স্কিমে কত সুদ পাবেন? অর্থ মন্ত্রকের বিজ্ঞপ্তি অনুযায়ী, কন্যা সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য জনপ্রিয় সুকন্যা সমৃদ্ধি যোজনায় সুদের হার ৮.২ শতাংশই থাকছে। নিরাপদ বিনিয়োগ হিসেবে পরিচিত পিপিএফ (PPF)-এ বিনিয়োগকারীরা আগের মতোই ৭.১ শতাংশ হারে সুদ পাবেন। অন্যদিকে, জাতীয় সঞ্চয় শংসাপত্র (NSC)-র সুদের হারও ৭.৭ শতাংশে স্থির রাখা হয়েছে।
পোস্ট অফিস ও অন্যান্য সঞ্চয় প্রকল্প: কিষাণ বিকাশ পত্রে (KVP) বিনিয়োগকারীরা ৭.৫ শতাংশ সুদ পাবেন, যা ১১৫ মাসে ম্যাচিওর হবে। প্রবীণ নাগরিকদের কথা মাথায় রেখে মাসিক আয় প্রকল্প (MIS)-এর সুদের হার রাখা হয়েছে ৭.৪ শতাংশ। এছাড়া পোস্ট অফিস সেভিংস ডিপোজিটে ৪ শতাংশ এবং তিন বছরের মেয়াদী আমানতে ৭.১ শতাংশ সুদ বহাল থাকছে।
নতুন বছরের শুরুতে মুদ্রাস্ফীতির আশঙ্কার মাঝে সরকারের এই সিদ্ধান্ত মধ্যবিত্ত ও অবসরপ্রাপ্তদের জন্য বড় স্বস্তি। কারণ, বর্তমানে বাজারের অস্থিরতার মধ্যেও নিরাপদ সঞ্চয়ে নিশ্চিত রিটার্ন পাওয়ার রাস্তা খোলা থাকল।