মেসি-কাণ্ডে শুভশ্রীকে কুরুচিকর আক্রমণ! বিহার থেকে পাকড়াও মূল পাণ্ডা

কলকাতায় লিওনেল মেসির সফর ঘিরে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, তার রেশ গড়াল শ্রীঘর পর্যন্ত। ফুটবল রাজপুত্রকে কেন্দ্র করে উন্মাদনার মাঝে অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর আক্রমণ ও ট্রোল করার অভিযোগে একজনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম বিট্টু শ্রীবাস্তব। রাজ চক্রবর্তীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে বিহার থেকে তাকে পাকড়াও করেছে টিটাগড় থানার পুলিশ।

ঘটনার সূত্রপাত মেসির কলকাতা সফরকে কেন্দ্র করে। স্টেডিয়ামে ভিভিআইপিদের দাপটে সাধারণ দর্শকরা মেসিকে দেখতে না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন। সেই অনুষ্ঠানে আমন্ত্রিত হিসেবে উপস্থিত ছিলেন শুভশ্রী। মেসির সঙ্গে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই তাঁর দিকে ধেয়ে আসে নেটিজেনদের একাংশের তীব্র কটাক্ষ। অভিযোগ, সেই আক্রমণের ভাষা এতটাই নিম্নরুচির ছিল যে শুভশ্রী-রাজের সন্তানদেরও রেহাই দেওয়া হয়নি। স্ত্রীর সম্মানে আঘাত লাগায় গত ১৪ ডিসেম্বর টিটাগড় থানায় লিখিত অভিযোগ জানান পরিচালক তথা বিধায়ক রাজ চক্রবর্তী।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত বিট্টু আদতে টিটাগড়ের বাসিন্দা হলেও বর্তমানে বিহারে গা ঢাকা দিয়ে ছিল। তাকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসা হয়েছে। ব্যারাকপুর আদালত তাকে ২ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। এই ঘটনার পিছনে বড় কোনও প্ররোচনা বা চক্র কাজ করছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এর আগে রাজ সোশ্যাল মিডিয়ায় সরব হলেও ট্রোলিং না থামায় তিনি কড়া আইনি পদক্ষেপের পথে হাঁটেন।

শুভশ্রী নিজেও ভিডিও বার্তার মাধ্যমে এই হেনস্থার বিরুদ্ধে সরব হয়েছিলেন। উল্লেখ্য, মেসি-সফরে টিকিট সংক্রান্ত জালিয়াতি এবং বিশৃঙ্খলার অভিযোগে ইতিমধ্যেই আয়োজক শতদ্রু দত্তসহ বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। রাজ-শুভশ্রীর এই পদক্ষেপ সোশ্যাল মিডিয়ায় নারী সুরক্ষা এবং সাইবার অপরাধ দমনে এক কড়া বার্তা দিল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy