শেষযাত্রায় বেগম জিয়া! রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় জানানো হচ্ছে ৩ বারের প্রধানমন্ত্রীকে

বাংলাদেশের রাজনীতির এক দীর্ঘ অধ্যায়ের অবসান ঘটিয়ে আজ চিরবিদায় নিচ্ছেন প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার দুপুর ২টোয় ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। দীর্ঘ অসুস্থতার পর মঙ্গলবার সকালে ৮০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর প্রয়াণে বাংলাদেশে শোকের ছায়া নেমে এসেছে।

বুধবার সকালেই খালেদা জিয়ার মরদেহ বাংলাদেশের জাতীয় পতাকায় মোড়ানো একটি বিশেষ গাড়িতে করে গুলশানের বাসভবন থেকে মানিক মিয়া অ্যাভিনিউতে নিয়ে আসা হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, সংসদের দক্ষিণ প্লাজার পরিবর্তে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্তে জানাজার আয়োজন করা হয়েছে। জানাজা সম্পন্ন হওয়ার পর বিকেল ৩টে ৩০ মিনিট নাগাদ শেরেবাংলা নগরে স্বামী তথা প্রাক্তন রাষ্ট্রপতি ও মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের সমাধির পাশেই তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে।

খালেদা জিয়ার শেষকৃত্যে যোগ দিতে বিদেশি অভ্যাগতরা ইতিমধ্যেই ঢাকা পৌঁছাতে শুরু করেছেন। ভারতের পক্ষ থেকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এই জানাজায় অংশ নেবেন। ভারত সরকার ও জনগণের প্রতিনিধি হিসেবে তিনি বুধবারই বিশেষ বিমানে ঢাকা পৌঁছাচ্ছেন। এছাড়াও পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী ইসহাক দারসহ একাধিক বিদেশি রাষ্ট্রপ্রধান ও প্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানিয়েছে, প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষযাত্রাকে কেন্দ্র করে মানিক মিয়া অ্যাভিনিউসহ রাজধানীর একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় সাধারণ যান চলাচল সীমিত করা হয়েছে। জানাজাস্থল এবং সংলগ্ন এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী ও বিশেষ নিরাপত্তা সংস্থা। তিনবারের প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষ বিদায়বেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে দলীয় কর্মী-সমর্থক ও সাধারণ মানুষের ঢল নেমেছে মানিক মিয়া অ্যাভিনিউতে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy