পশ্চিমবঙ্গের রাজনীতিতে ফের এক বার বড়সড় ভূমিকম্প ঘটিয়ে দিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। তৃণমূল থেকে সাময়িকভাবে বহিষ্কৃত এই নেতার নিশানায় এবার সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হুমায়ুনের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় আসলে আরএসএস (RSS)-এর আদর্শে বিশ্বাসী এবং তাদের সঙ্গেই তলে তলে যুক্ত। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “মোহন ভাগবত বাংলায় এসে যা যা বলে গিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সেই একই ধারা এগিয়ে নিয়ে যাচ্ছেন। কারণ আমাদের মুখ্যমন্ত্রী তো আসলে আরএসএস-এর সঙ্গে জড়িত।”
বিধানসভা নির্বাচনের আগে নিজেকে ‘কিংমেকার’ দাবি করে ইতিমধ্যেই নতুন দল গঠন করেছেন হুমায়ুন। প্রার্থী তালিকাও ঘোষণা করেছেন বেশ কিছু কেন্দ্রে। তবে শাসক ও বিরোধী—উভয় পক্ষ থেকেই তাঁকে নিয়ে চলছে কাদা ছোড়াছুড়ি। বিজেপি দাবি করছে, হুমায়ুন আসলে মমতার নির্দেশেই ভোট কাটতে নেমেছেন। অন্যদিকে, তৃণমূল নেতারা তাঁকে বিজেপির ‘বি-টিম’ বলে কটাক্ষ করছেন।
পাল্টা জবাবে হুমায়ুন প্রশ্ন তোলেন, “শুভেন্দু অধিকারী যখন হিন্দুদের জন্য কাজ করছেন, তখন মমতার কোনো আপত্তি নেই। তাহলে আমি মুসলিমদের অধিকার নিয়ে সরব হলে সমস্যা কোথায়? মমতা আরএসএস ঘনিষ্ট বলেই মুসলিমদের জন্য আলাদা করে কিছু করার প্রয়োজনীয়তা অনুভব করছি।” সরকারি অর্থে ‘দুর্গাঙ্গন’ নির্মাণের শিলান্যাস নিয়েও সরব হয়েছেন তিনি। তাঁর সাফ কথা, “বিজেপি তো ছোটখাটো বিষয়েও আদালতে যায়, তাহলে দুর্গাঙ্গন নিয়ে তারা চুপ কেন? এখানেই বোঝা যায় মমতার সঙ্গে বিজেপির গোপন যোগসূত্র রয়েছে।” সাধারণ মানুষকে এই ‘সেটিং’ বুঝতে অনুরোধ করেছেন তিনি।