বক্স অফিসে দেবের ‘প্রজাপতি’র বিশাল উড়ান! কোয়েল-সৃজিতকে দশ গোল দিলেন টলিউড সুপারস্টার

বড়দিনের মরশুমে টলিউডে ত্রিমুখী লড়াই শুরু হলেও, বক্স অফিসের লড়াইয়ে একচ্ছত্র আধিপত্য বজায় রাখলেন সুপারস্টার দেব। ২৫ ডিসেম্বর একই দিনে মুক্তি পেয়েছে তিনটি আলোচিত বাংলা ছবি— দেবের ‘প্রজাপতি ২’, অরিন্দম শীলের ‘মিতিন মাসি’ এবং সৃজিত মুখোপাধ্যায়ের ‘লহ গৌরাঙ্গের নাম রে’। তবে প্রথম দফার রিপোর্ট কার্ড বলছে, বক্স অফিসে বাকি দুই ছবিকে কার্যত ধুয়ে মুছে সাফ করে দিয়েছে দেব-মিঠুন ম্যাজিক।

প্রজাপতি ২-এর জয়যাত্রা: বাবা-ছেলের আবেগের গল্প যে দর্শককে আবারও হলমুখী করবে, তার ইঙ্গিত আগেই পাওয়া গিয়েছিল। ৭ কোটি টাকা বাজেটের এই ছবি সোমবার পর্যন্ত ঘরোয়া বক্স অফিসে ২.৪৪ কোটি টাকা আয় করেছে। বিশ্বজুড়ে এই ছবির কালেকশন ২.৭৩ কোটি টাকা। যদিও দেবের বিরুদ্ধে বক্স অফিসের অঙ্ক বাড়িয়ে বলার অভিযোগ তোলেন নিন্দুকেরা, কিন্তু ট্রেন্ড বলছে ‘প্রজাপতি ২’ এই মুহূর্তে টলিউডের এক নম্বর ঘোড়া।

পিছিয়ে পড়ল মিতিন মাসি ও গৌরাঙ্গ: কোয়েল মল্লিকের জনপ্রিয় গোয়েন্দা ফ্র্যাঞ্চাইজি ‘মিতিন মাসি’ এবার দর্শকদের প্রত্যাশা পূরণে কিছুটা ধীরগতিতে এগোচ্ছে। অরিন্দম শীলের এই ছবি ৫ দিনে মোটে ৪৬ লক্ষ টাকার ব্যবসা করতে পেরেছে। অন্যদিকে, সৃজিত মুখোপাধ্যায়ের তারকাসমৃদ্ধ ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’ প্রথম দিনে ১৮ লক্ষ দিয়ে খাতা খুললেও ৫ দিন শেষে এর আয় দাঁড়িয়েছে মাত্র ৪৩ লক্ষ টাকা। অর্থাৎ, দেবের ছবি যেখানে কোটি টাকার ঘর ছাড়িয়ে গিয়েছে, সেখানে বাকি দুই ছবি এখনও ৫০ লক্ষের গণ্ডি ছুঁতে লড়াই করছে।

দেবের হ্যাটট্রিক: ২০২৫ সালটি দেবের জন্য শাপে বর হয়েছে। ‘খাদান ২’, ‘ধূমকেতু’ এবং ‘রঘু ডাকাত’— এই তিন ছবি মিলিয়ে দেব ইতিমধ্যেই প্রায় ৬০ কোটি টাকার ব্যবসা দিয়েছেন টলিউডকে। সেই রেশ বজায় রেখেই ‘প্রজাপতি ২’ ডানা মেলছে। তবে আসল পরীক্ষা শুরু হবে বর্ষবরণের সপ্তাহে। দ্বিতীয় সপ্তাহে হলের সংখ্যা এবং শো-টাইম কার হাতে কতটা থাকে, তার ওপরই নির্ভর করবে এই তিন ছবির চূড়ান্ত ভাগ্য।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy