“৫৪ বিঘা জমিতে মহাকাল ধাম!”-জানুয়ারিতেই মহাকাল মন্দিরের কাজ শুরু! কী প্ল্যান মমতার?

রাজ্যবাসীকে নতুন বছরের শুরুতেই বড় উপহার দিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নিউটাউনে ‘দুর্গা অঙ্গন’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান থেকে উত্তরবঙ্গের জন্য বড় ঘোষণা করলেন তিনি। মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন, ২০২৫ সালের জানুয়ারির দ্বিতীয় সপ্তাহেই শিলিগুড়িতে প্রস্তাবিত ‘মহাকাল মন্দির’-এর শিলান্যাস করবেন তিনি।

গত অক্টোবর মাসে উত্তরবঙ্গ সফর চলাকালীন দার্জিলিঙে দাঁড়িয়ে শিলিগুড়িতে একটি বিশাল মহাকাল মন্দির তৈরির প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই ঘোষণা অনুযায়ী দ্রুত পদক্ষেপ করেছে রাজ্য সরকার। শিলিগুড়ির মাটিগাড়ায় এই মন্দির তৈরির জন্য ইতিমধ্যে ৫৪ বিঘা জমি বরাদ্দ করা হয়েছে। সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দেন, জানুয়ারির দ্বিতীয় সপ্তাহেই তিনি নিজে উপস্থিত থেকে এই মন্দিরের আনুষ্ঠানিক শিলান্যাস করবেন এবং দ্রুত নির্মাণকাজ শুরু হবে।

এদিন নিউটাউন বাস স্ট্যান্ডের বিপরীতে অ্যাকশন এরিয়া-ওয়ানে ‘দুর্গা অঙ্গন’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী। এই প্রকল্পের বিশেষত্ব বর্ণনা করে তিনি জানান, ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে এর কাজ সম্পূর্ণ হবে। ওড়িশার জগন্নাথ ধামের ভিড়ের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, “গতকাল জগন্নাথ ধামে এক কোটি দর্শনার্থী এসেছিলেন। এই দুর্গা অঙ্গন তৈরি হলে এখানেও পর্যটক ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা যাবে।”

একদিকে কলকাতায় মা দুর্গার বিশেষ অঙ্গন এবং অন্যদিকে উত্তরবঙ্গে ৫৪ বিঘা জমির ওপর মহাকাল ধাম—নতুন বছর শুরুর আগেই রাজ্যবাসীর জন্য ভক্তির ডালি সাজিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক সূত্রে খবর, পর্যটন ও ধর্মীয় ঐতিহ্যের কথা মাথায় রেখেই এই দুটি মেগা প্রকল্প দ্রুত শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy