“১০০০ টাকা জরিমানা বাঁচান!”-প্যান কার্ড সক্রিয় রাখতে হাতে সময় খুবই কম, জানুন সহজ উপায়

বর্তমানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে শেয়ার বাজার বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ—সব ক্ষেত্রেই প্যান (PAN) কার্ড অপরিহার্য। কিন্তু আপনার সেই গুরুত্বপূর্ণ প্যান কার্ডটি কি আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা আছে? যদি না থাকে, তবে আপনার হাতে সময় আর মাত্র কয়েক ঘণ্টা। কেন্দ্রীয় সরকার সাফ জানিয়ে দিয়েছে, ৩১ ডিসেম্বর ২০২৫-এর মধ্যে প্যান ও আধার লিঙ্ক করা বাধ্যতামূলক। এই সময়সীমা পেরিয়ে গেলে ১ জানুয়ারি ২০২৬ থেকে আপনার প্যান কার্ডটি নিষ্ক্রিয় বা ইনঅপারেটিভ হয়ে যাবে।

প্যান নিষ্ক্রিয় হলে যে বিপদে পড়বেন: প্যান কার্ড একবার অচল হয়ে গেলে আপনি আয়কর রিটার্ন (ITR) দাখিল করতে পারবেন না। শুধু তাই নয়, আটকে যাবে আপনার ট্যাক্স রিফান্ড। এছাড়া ব্যাঙ্কের কেওয়াইসি (KYC) ফেল হওয়া, মিউচুয়াল ফান্ড এসআইপি (SIP) বন্ধ হওয়া এবং উচ্চহারে টিডিএস (TDS) কাটার মতো গুরুতর আর্থিক সমস্যার সম্মুখীন হতে হবে আপনাকে। এমনকি আপনার বেতন বা স্যালারি ক্রেডিটের ক্ষেত্রেও সমস্যা দেখা দিতে পারে।

লিঙ্ক করার সহজ পদ্ধতি: যাঁরা ২০১৭ সালের ১ জুলাইয়ের আগে প্যান কার্ড পেয়েছেন, তাঁদের জন্য এই লিঙ্কিং বাধ্যতামূলক। আয়কর ই-ফাইলিং পোর্টালে (Incometax.gov.in) গিয়ে খুব সহজেই আপনি স্ট্যাটাস চেক করতে পারেন। যদি আপনার কার্ডটি লিঙ্ক না করা থাকে, তবে প্রোফাইল সেকশনে গিয়ে ‘Link Aadhaar’ বিকল্পটি বেছে নিন। প্যান ও আধার নম্বর দিয়ে ওটিপি-র (OTP) মাধ্যমে যাচাই করুন। মনে রাখবেন, এখন লিঙ্ক করতে হলে ১০০০ টাকা লেট ফি বা জরিমানা দিতে হবে। নাম বা জন্ম তারিখের অমিল থাকলে আধার বা প্যান পোর্টালে গিয়ে আগে তথ্য সংশোধন করে নিন। সময় থাকতে আজই চেক করুন আপনার প্যান স্ট্যাটাস, অন্যথায় নতুন বছরের শুরুতেই বড়সড় আর্থিক হোঁচট খেতে পারেন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy