তৎকাল টিকিট বুকিংয়ে বড় বদল! ওটিপি ছাড়া মিলবে না সিট, স্টেশনে যাওয়ার আগে সাবধান

বছর শেষে উৎসবের মরশুমে যখন ট্রেনের টিকিটের হাহাকার তুঙ্গে, তখনই তৎকাল টিকিট বুকিংয়ের নিয়মে বড়সড় রদবদল আনল ভারতীয় রেল। ১ ডিসেম্বর থেকে কার্যকর হওয়া এই নতুন নিয়ম না জানলে এবার আপনার ভ্রমণের পরিকল্পনা মাটি হতে পারে। এখন থেকে কেবল দ্রুত লগ ইন করলেই হবে না, তৎকাল টিকিট নিশ্চিত করতে ওটিপি (OTP) ভেরিফিকেশন বাধ্যতামূলক করা হয়েছে।

রেলওয়ে বোর্ডের নতুন নির্দেশিকা অনুযায়ী, আইআরসিটিসি (IRCTC) ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ থেকে টিকিট বুক করার সময় যাত্রীর রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। সেই কোডটি সিস্টেমে সঠিকভাবে না বসানো পর্যন্ত টিকিট জেনারেট হবে না। অবাক করা বিষয় হলো, এই নিয়ম শুধু অনলাইনেই সীমাবদ্ধ নয়; রেল স্টেশনের টিকিট কাউন্টারে গিয়ে তৎকাল টিকিট কাটতে গেলেও এখন ওটিপি ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে। ভুল ওটিপি দিলে বা সময়মতো কোড না বলতে পারলে বুকিং বাতিল হয়ে যাবে।

এই কঠোর পদক্ষেপের মূল লক্ষ্য হলো ‘টিকিট দালালি’ বন্ধ করা। দীর্ঘদিন ধরেই অভিযোগ ছিল যে, বুকিং শুরু হওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই সফটওয়্যার ব্যবহার করে দালালরা সব টিকিট হাতিয়ে নেয়। নতুন ওটিপি সিস্টেম আসায় সেই অবৈধ পথে বাধা সৃষ্টি হবে এবং সাধারণ যাত্রীদের কনফার্ম টিকিট পাওয়ার সম্ভাবনা বাড়বে।

পাশাপাশি, আরও একটি গুরুত্বপূর্ণ নিয়ম গত ২৮ অক্টোবর, ২০২৫ থেকে কার্যকর হয়েছে। যদি কোনো যাত্রী সকাল ৮টা থেকে ১০টার মধ্যে টিকিট বুক করতে চান, তবে তাঁর আইআরসিটিসি অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক করা থাকা বাধ্যতামূলক। অর্থাৎ, যারা শেষ মুহূর্তে ভ্রমণের পরিকল্পনা করছেন, তাদের আগেভাগেই আধার ভেরিফিকেশন সেরে রাখা জরুরি। নচেৎ এই উৎসবের মরশুমে হাতছাড়া হতে পারে ট্রেনের বার্থ।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy