আজ ২৫শে ডিসেম্বর, শুভ বড়দিন। উৎসবের আলোয় সেজে উঠেছে তিলোত্তমা। অ্যালেন পার্কের ক্রিসমাস ফেস্টিভ্যাল থেকে শুরু করে নিউ মার্কেট বা বো-ব্যারাক— সর্বত্রই উপচে পড়া ভিড়। উৎসবপ্রেমী তিলোত্তমাবাসীর যাতায়াত সুগম করতে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ আজ বিশেষ পরিষেবার ব্যবস্থা করেছে। বিশেষ করে পার্ক স্ট্রিটগামী যাত্রীদের জন্য বাড়ানো হয়েছে মেট্রোর সংখ্যা এবং সময়সীমা।
ব্লু লাইনে বাড়তি পরিষেবা: আজ ব্লু লাইনে (দক্ষিণেশ্বর-কবি সুভাষ) সারাদিনে মোট ২২৪টি মেট্রো চলবে। যাত্রীদের সুবিধার্থে দুপুরের পর থেকে পরিষেবার ব্যবধান কমানো হয়েছে। দুপুর ২:৪০ থেকে রাত ৮:৩০ পর্যন্ত প্রতি ৭ মিনিট অন্তর মিলবে মেট্রো।
শেষ মেট্রো: দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের (শহিদ ক্ষুদিরাম) উদ্দেশ্যে শেষ মেট্রো রাত ৯:২৮-এর পরিবর্তে ছাড়বে রাত ১০:২৩ মিনিটে। একইভাবে কবি সুভাষ থেকে দমদমগামী শেষ মেট্রো রাত ৯:৪৩-এর পরিবর্তে পাওয়া যাবে রাত ১০:৩০ মিনিটে।
গ্রিন লাইনেও বিশেষ ব্যবস্থা: শিয়ালদহ ও হাওড়ার সংযোগকারী গ্রিন লাইনে আজ ২০১টি পরিষেবা মিলবে। বিকেল ৪:২৫ থেকে রাত ৮:৩০ পর্যন্ত প্রতি ৬ মিনিট অন্তর মেট্রো চলবে। হাওড়া ময়দান থেকে সেন্ট্রাল পার্ক পর্যন্ত আজ রাত ১০:২০ মিনিটে একটি অতিরিক্ত স্পেশাল মেট্রো চালানো হবে।
পার্ক স্ট্রিট ও ময়দান স্টেশনে বিশেষ বিধিনিষেধ: বিরাট ভিড় সামলাতে পার্ক স্ট্রিট ও ময়দান স্টেশনের গেট ব্যবহারে বদল আনা হয়েছে।
পার্ক স্ট্রিট: যাত্রীরা কেবল ২ ও ৩ নম্বর গেট (ময়দান ও বাজার কলকাতার কাছে) দিয়ে প্রবেশ করতে পারবেন। ১, ৫ এবং ৬ নম্বর গেট শুধুমাত্র স্টেশন থেকে বেরোনোর জন্য খোলা থাকবে। ৪ নম্বর গেটটি সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে।
ময়দান: প্রবেশের জন্য ২ ও ৩ নম্বর গেট ব্যবহার করা যাবে এবং ১ নম্বর গেটটি কেবল প্রস্থান বা বেরোনোর জন্য নির্দিষ্ট করা হয়েছে।
নিরাপত্তা ও নজরদারি: উৎসবের দিনগুলোতে অপ্রীতিকর ঘটনা রুখতে এসপ্ল্যানেড, পার্ক স্ট্রিট এবং রবীন্দ্র সদনের মতো গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে নিরাপত্তা কয়েক গুণ বাড়ানো হয়েছে। পর্যাপ্ত মহিলা আরপিএফ কর্মী মোতায়েন করা হয়েছে। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে কুইক রেসপন্স টিম (QRT) এবং ডগ স্কোয়াড। সিসিটিভির মাধ্যমে রিয়েল-টাইম নজরদারি চালানো হচ্ছে যাতে যাত্রীরা নির্বিঘ্নে বড়দিন উদযাপন করতে পারেন।