কর্নাটকে জীবন্ত দগ্ধ ১০! ডিভাইডার টপকে বাসের তেলের ট্যাঙ্কে ট্রাকের ধাক্কা, দাউদাউ করে জ্বলল যাত্রীরা

কর্নাটকের চিত্রদুর্গা জেলায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল অন্তত ১০ জনের। বৃহস্পতিবার ভোরে ৪৮ নম্বর জাতীয় সড়কে একটি বেসরকারি স্লিপার বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষের পর বাসটিতে ভয়াবহ আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে যাত্রীবোঝাই বাসটি আগুনের গোলায় পরিণত হয়, যার ফলে ভেতরে থাকা যাত্রীদের বড় অংশই বেরোনোর সুযোগ পাননি।

কীভাবে ঘটল এই শিউরে ওঠা দুর্ঘটনা? প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেসরকারি স্লিপার বাসটি বেঙ্গালুরু থেকে শিবামোগ্গার দিকে যাচ্ছিল। হিরিয়ুর দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার টপকে উল্টো দিকের লেনে ঢুকে পড়ে। ঘাতক ট্রাকটি সরাসরি বাসের সেই অংশে ধাক্কা মারে যেখানে ডিজেল ট্যাঙ্কটি ছিল। সংঘর্ষের অভিঘাতে জ্বালানি ট্যাঙ্ক ফেটে চারদিকে ডিজেল ছড়িয়ে পড়ে এবং নিমেষের মধ্যে বাসটিতে আগুন ধরে যায়।

মৃত্যুর আর্তনাদ ও প্রত্যক্ষদর্শীর বয়ান: বাসে থাকা আদিত্য নামে এক যাত্রী জানান, “সংঘর্ষের পর আমি মাটিতে পড়ে যাই। দেখি চারদিকে আগুন। দরজা দিয়ে বেরোনোর উপায় ছিল না। অনেকে জানলার কাচ ভেঙে প্রাণ বাঁচানোর চেষ্টা করছিলেন।” অন্য এক প্রত্যক্ষদর্শী সচিন জানান, বাসটি তাঁদের গাড়িকে ওভারটেক করার কয়েক সেকেন্ডের মধ্যেই উল্টো দিক থেকে ট্রাকটি এসে ধাক্কা মারে। আগুনের লেলিহান শিখা এত দ্রুত ছড়িয়েছিল যে সাহায্য করার সুযোগও ছিল না।

তদন্ত ও উদ্ধারকাজ: পুলিশের ঊর্ধ্বতন আধিকারিকরা জানিয়েছেন, নিহতদের মধ্যে ট্রাকচালকও রয়েছেন। বাসের বেশিরভাগ যাত্রীই দুর্ঘটনার সময় ঘুমন্ত অবস্থায় ছিলেন। ঘটনাস্থলেই ১০ জনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে দ্রুত হিরিয়ুর ও চিত্রদুর্গার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়। পুলিশ ক্রেন এনে ভস্মীভূত বাস ও ট্রাকটিকে সরিয়ে নিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে। এই ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy