“পরিশুদ্ধ বাতাস দিতে পারছেন না, আবার জিএসটি-ও কমাবেন না?” কেন্দ্রকে তুলোধোনা দিল্লি

দিল্লির ভয়াবহ বায়ুদূষণ মোকাবিলায় এয়ার পিউরিফায়ারকে ‘মেডিক্যাল সরঞ্জামের’ আওতায় এনে জিএসটি কমানোর দাবিতে দায়ের হওয়া একটি জনস্বার্থ মামলার শুনানিতে কেন্দ্রকে কড়া বার্তা দিল দিল্লি হাইকোর্ট। প্রধান বিচারপতি দেবেন্দ্র কুমার উপাধ্যায় ও বিচারপতি তুষার রাও গেডেলার বেঞ্চ স্পষ্ট জানায়, “যখন আপনারা নাগরিকদের ন্যূনতম দূষণমুক্ত পরিবেশ দিতে পারছেন না, তখন পিউরিফায়ারে অন্তত জিএসটি কমান।” বিচারপতিদের পর্যবেক্ষণ, মানুষ দিনে গড়ে ২১ হাজার বার নিঃশ্বাস নেয় এবং প্রতিবারই দূষিত বাতাস শরীরে প্রবেশ করছে। এমতাবস্থায় পিউরিফায়ারকে ‘বিলাসবহুল’ পণ্য হিসেবে গণ্য করা যায় না। আদালত কেন্দ্রকে নির্দেশ দিয়েছে, জিএসটি কেন কমানো যাবে না তার ব্যাখ্যা দিতে এবং প্রয়োজনে সাময়িকভাবে হলেও করের হার কমাতে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy