মুর্শিদাবাদের ‘ডিজিটাল চাষি’! গমের জমিতে মাইকে বাজছে ‘হ্যাট-হুস’, পাখি তাড়ানোর অভিনব কৌশলে তাক লাগালেন কৃষক

মুর্শিদাবাদের এক কৃষকের অভিনব উদ্যোগে এখন এলাকার কৃষিজমি আলোচনার কেন্দ্রে। গম বোনার পর পাখির উপদ্রব বেড়ে যাওয়ায় প্রায়শই চারা নষ্ট হয়ে যায়। এই পরিচিত সমস্যার সমাধানে শায়খ হোসেন কারিগর (জমির মালিক শাহাদাত সেখ) তাঁর জমিতে বসিয়েছেন ডিজিটাল মাইক।

মাইক থেকে একটানা বিভিন্ন ধরনের শব্দ, বিশেষ করে ‘হ্যাট- হুস, হুস’ আওয়াজ বেরোচ্ছে। এই অপ্রত্যাশিত চিৎকারে পাখিরা ভয়ে জমিতে বসতে পারছে না, ফলে গমের চারা সহজেই রক্ষা পাচ্ছে।

ঘটনাটি মুর্শিদাবাদের নওদা থানার আমতলা যতীন্দ্র রাজেন্দ্র মহাবিদ্যালয়ের পিছনের কৃষিজমিতে।

কীভাবে কাজ করছে এই প্রযুক্তি?

জমির মালিক শাহাদাত সেখ জানিয়েছেন, গত এক সপ্তাহ ধরে এই মাইক লাগানো হয়েছে। এটি সম্পূর্ণ ব্লুটুথ ডিভাইসের মাধ্যমে সারাদিন ধরে মাইকের বক্সে আওয়াজ করছে। তিনি বলেন, আগে মধুপুর মাঠপাড়ায় এই পদ্ধতি দেখে তিনি অনুপ্রাণিত হয়ে এটি অবলম্বন করেন। এই পদ্ধতির ফলেই জমিতে পাখি বসা বন্ধ হয়েছে। আগামী দু’সপ্তাহ ধরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই মাইক বাজানো হবে।

এলাকার কৃষকদের প্রতিক্রিয়া:

এই অভিনব প্রযুক্তি দেখতে জমিতে ভিড় করছেন এলাকার মানুষ। অন্যান্য চাষিরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাঁদের মত, “এইভাবে পাখি তাড়ানো গেলে ফসল বাঁচবে, ক্ষতি কমবে। এটা সত্যিই প্রশংসনীয় কৌশল।”

গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, পাখি তাড়ানোর জন্য এই প্রথম এমন ডিজিটাল পদ্ধতি ব্যবহার করা হলো। আগে টিন বাজিয়ে পাখি তাড়ানো হত, কিন্তু এখন সম্পূর্ণ ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে বক্স বাজিয়ে পাখি তাড়ানোর কৌশল অবলম্বন করা হয়েছে। ডিজিটাল পদ্ধতিতে পাখি তাড়ানোর এই অভিনব উদ্যোগ এখন নওদা অঞ্চলের কৃষকদের মাঝে আলোচনার কেন্দ্রবিন্দু।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy