CEO দফতরে শুভেন্দুকে দেখে তুমুল বিক্ষোভ ‘তৃণমূলপন্থী’ BLO-দের! পাল্টা কী বললেন বিরোধী দলনেতা?

রাজ্যের প্রধান নির্বাচনী আধিকারিকের (CEO) দফতরে গিয়ে আজ, সোমবার নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন তাঁর সঙ্গে ছিলেন রাজ্য বিজেপির অন্যান্য বিধায়করাও। তবে শুভেন্দু অধিকারীকে দেখেই সেখানে উপস্থিত থাকা বুথ লেভেল অফিসারদের (BLO) একটি অংশ তীব্র বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং তাঁর বিরুদ্ধে স্লোগান দেন।

বিজেপি বিধায়কদের সঙ্গে শুভেন্দুকে দেখেই ‘তৃণমূলপন্থী’ বলে পরিচিত ওই BLO-দের দল বিক্ষোভ শুরু করে দেয়। তারা বিরোধী দলনেতার বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন।

পরিস্থিতি সামাল দিতে বিক্ষোভকারী BLO-দের পাল্টা জবাব দেন শুভেন্দু অধিকারী। তিনি সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে মন্তব্য করেন, “সব ভূত তাড়াব, চিন্তা নেই।”

এরপরই তিনি আরও বিস্ফোরক মন্তব্য করে শাসকদলকে হুঁশিয়ারি দেন। শুভেন্দু অধিকারী বলেন, “৪২ লক্ষ গেছে, ভূত তাড়াবো। মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন করব।”

CEO দফতরের সামনে দাঁড়িয়ে বিরোধী দলনেতার এই মন্তব্যে রাজ্যের রাজনৈতিক মহলে ফের জোর জল্পনা শুরু হয়েছে। মনে করা হচ্ছে, এই মন্তব্যের মাধ্যমে তিনি শাসকদলের বিরুদ্ধে আসন্ন নির্বাচনগুলিতে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy