রাজ্য পুলিশ নিয়োগে ‘বিরাট দুর্নীতি’! OMR শিট দেখিয়ে সরাসরি শুভেন্দু অধিকারীর গুরুতর অভিযোগ

পশ্চিমবঙ্গের রাজ্য পুলিশ নিয়োগ পরীক্ষায় আবারও ‘বিরাট দুর্নীতির’ অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ, সোমবার একটি সাংবাদিক সম্মেলনে ওএমআর (OMR) শিট প্রদর্শন করে তিনি এই গুরুতর অভিযোগ করেন। তাঁর দাবি, এই নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক কারচুপি হয়েছে এবং রাজ্যের বেকার যুবক-যুবতীদের সঙ্গে প্রতারণা করা হয়েছে।

শুভেন্দু অধিকারী সাংবাদিকদের সামনে একাধিক ওএমআর শিট তুলে ধরে অভিযোগ করেন যে, এই উত্তরপত্রগুলিতে কোনও সিরিয়াল নম্বর নেই, যা একটি গুরুতর অনিয়ম এবং দুর্নীতির সুস্পষ্ট ইঙ্গিত। নিয়ম অনুযায়ী, প্রতিটি OMR শিটে একটি নির্দিষ্ট সিরিয়াল নম্বর থাকা বাধ্যতামূলক, যা উত্তরপত্রের বৈধতা ও স্বচ্ছতা নিশ্চিত করে। সিরিয়াল নম্বর না থাকায় এই শিটগুলি যে কোনও সময় বদল করা বা ম্যানিপুলেট করা সম্ভব বলে দাবি করেন তিনি।

বিরোধী দলনেতা বলেন, “রাজ্যের বেকার যুবক-যুবতীদের স্বপ্ন নিয়ে খেলা চলছে। এসএসসি (SSC)-র পর এবার রাজ্য পুলিশ নিয়োগেও একই কায়দায় দুর্নীতি হচ্ছে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি, এই ওএমআর শিটগুলিতে কোনও সিরিয়াল নম্বর নেই। এটি রাজ্যের লক্ষ লক্ষ বেকার যুবক-যুবতীর সঙ্গে প্রতারণা ছাড়া আর কিছুই নয়।”

এই বিষয়ে শুভেন্দু অধিকারী অবিলম্বে এই নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছ তদন্ত এবং প্রদর্শিত OMR শিটগুলির ফরেন্সিক পরীক্ষার দাবি জানিয়েছেন। তাঁর অভিযোগ, শাসকদলের মদতে এই দুর্নীতি সংগঠিত হয়েছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy